কনকনে শীত হলেও যেভাবে উপভোগ করেন নরওয়ের বাসিন্দারা

শীতল দেশ

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়েতে এখন কনকনে শীত আর প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডাকে মোকাবিলা করেন একেকজন একেকভাবে। অসহনীয় ঠান্ডায় অনেকে বাড়ির বাইরে যেতে সাহস পান না। অনেকে আবার তুষার আর বরফের উপর হেঁটে আনন্দ পান।

শীতল দেশ

শীতে নরওয়ের তাপমাত্রার হিমাঙ্কের নিচে চলে যায়। বরফে পরিণত হয় পানি। তুষারে ঢেকে যায় চারপাশ। এক অন্যরকম রূপ নেয় প্রকৃতি।

গত রবিবার (৩ ডিসেম্বর) নরওয়ের রাজধানী অসলোর তাপমাত্রা ছিলো মাইনাস ১২ ডিগ্রি। এই ঠান্ডার মধ্যেও কোরে বেরিয়েছেন বেড়াতে। তার বাড়ি অসলো শহরের অপসাল এলাকায়। তিনি এখন অবসর জীবন উপভোগ করছেন।

বাড়ি থেকে ছয় কিলোমিটারের বেশি পায়ে হেঁটে তিনি এসেছেন ওষ্টমার্কার জঙ্গলে। এই ঘন জঙ্গলের ভেতরে যে তুষারের উপর দিয়ে হাঁটছেন কোরে সেটি আসলে একটি লেক। এই লেকের নাম লাংভান যা এখন এখন ঠান্ডায় বরফ হয়ে গেছে।

শীতে নরওয়ের প্রকৃতির সৌন্দর্য নিয়ে কোরে বলেন, ‘নরওয়ের রাজধানী অসলোতে আছে সুন্দর প্রকৃতি আর জঙ্গলের অভিজ্ঞতা নেয়ার এক অসাধারণ সুযোগ। ইউরোপের অন্য কোনো রাজধানী শহরে এমন সুযোগ নেই। আমরা এটার যত্ন নেব।’

এই প্রবীণ প্রকৃতিপ্রেমিক আরও বলেন, ‘নরওয়ে একটা ধনী দেশ এখানে অনেক সম্ভানা ও সুযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে। আমি প্রকৃতিকে ভালোবাসি, যা আমাকে আনন্দ দেয়। প্রতৃতির এই সুযোগ আমাকে শারীরীক ও মানসিক প্রশান্তি দেয়। এই সুযোগ অন্যদেরও কাজে লাগতে পারে।’

আকাশের ১০ হাজার ফুট পর্যন্ত উঠলো জ্বলন্ত লাভার ছাই

কোরে লেকের বরফের ওপর দিয়ে হেঁটে খুব মজা পান। লেকের পাশে ছোট্ট একটি কাঠের ঘর আছে। তার সামনে বসে কাঁঠ জ্বালিয়ে ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা তার। আগুনের উত্তাপ ছাড়া এখানে বেশিক্ষণ থাকলে শুধু কোরেই নয় যে কেউ বরফে জমে যাবেন।