নাক দিয়ে টাইপ করে বিশ্ব রেকর্ড (ভিডিও)

নাক দিয়ে টাইপ

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত হাতের আঙুল দিয়েই কম্পিউটারের কিবোর্ডে টাইপ করা হয়। কিন্তু কেউ কেউ কৌতূহলের বশে বা শারীরিক প্রতিবন্ধকতার জন্য এক্ষেত্রে পায়ের আঙুল ব্যবহার করে। তবে কেবল কৌতূহলের বশেই এবার এক ভারতীয় হাত ও পা-এর বদলে নাক দিয়ে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়েছেন।

নাক দিয়ে টাইপ

রবিবার (২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (৩১ মে) ভারতীয় নাগরিক বিনোদ কুমার চৌধুরী (৪৪) টানা তৃতীয়বারের মতো নিজের করা পূর্বের সব বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে দ্রুততম সময়ে নাক দিয়ে টাইপ করে অবাক করেছেন বিশ্বকে।

প্রতিবেদনে বলা হয়, বিনোদ কুমার এর আগেও একইভাবে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। ২০২৩ সালে তিনি প্রথমবারের মতো নাক দিয়ে টাইপ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন। সে সময় কিবোর্ডে তার টাইপের গতি ছিল ২৭.৮ সেকেন্ড।

দ্বিতীবার তিনি আরও কম সময়ে নিজের করা বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে মাত্র ২৬.৭৩ সেকেন্ডের টাইপিং স্পিড নিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন। সর্বশেষ গত শুক্রবার (৩১ মে) তিনি যখন বিশ্ব রেকর্ড গড়লেন, তখন তার টাইপের গতি ছিল মাত্র ২৫.৬৬ সেকেন্ড, যা তার আগের করা সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করেছে। এতে দেখা যায়, বিনোদ কুমার তার নাককে কিবোর্ডের কাছে লাগিয়ে দ্রুতগতিতে ইংরেজি বর্ণ টাইপ করে যাচ্ছে। ভিডিওটি বিনোদের দ্বিতীয়বারের মতো নাক দিয়ে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়ার সময়কার।

সন্তান নিয়ে একফ্রেমে অপু ও বর্ষা

এ প্রতিভার জন্য বিনোদ ভারতজুড়ে ‘টাইপিং ম্যান’ নামে ব্যাপক পরিচিত।