জুমবাংলা ডেস্ক : ভোটগ্রহণের দিন গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের একজন এজেন্ট বা কর্মীকেও নগপাড়া ভোটকেন্দ্রে থাকতে দেবেন না বলে কঠোর ভাষায় হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা সফর আলী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হকের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় ওই হুমকি দেন তিনি। সফর আলী ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং হুমকি দেওয়ার ঘটনাটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ (ক) নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
উক্ত ধারা মতে রাজনৈতিক দল কিংবা ওহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারকালে ব্যক্তিগতভাবে উস্কানিমূলক বা মানহানিকর কোনো বক্তব্য প্রদান করতে পারেন না। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার সফর আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গাজীপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বুলবুল আহমেদ। বিধিমালাসমূহ লঙ্ঘনের কারণে কেন নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হবে না বা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে না তা বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকার সময় নিজে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।