জুমবাংলা ডেস্ক : ৪৪ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন আলোচিত সেই জল্লাদ মো. শাহজাহান ভুঁইয়া। কারাগার থেকে বেরিয়ে এখন তার থাকার জায়গা ও কর্মসংস্থান নেই।
সোমবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শাহজাহান। আরও জানিয়েছেন, ৪৪ বছর কারাভোগের পর এখন বাইরের পরিবেশ ও সমাজের সাথে খাপ খাওয়াতে পারছেন না তিনি। পদে পদে প্রতারিত হচ্ছেন।
শাহজাহান জানান, সম্প্রতি বিয়ে করেও প্রতারিত হয়ে সর্বস্বান্ত হয়েছেন। কাবিনের ৫ লাখ টাকার পরিবর্তে তার কাছে থাকা ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় স্ত্রী। পরে আদালতের সহায়তায় মামলা দায়ের করেন। তাই পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।