এই OnePlus ফোন কিনে খুশি নন? ১৬ মার্চের মধ্যে ফেরত দিলে পাবেন ফুল রিফান্ড

OnePlus 12R

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : হালফিলে, OnePlus সংস্থার প্রেসিডেন্ট তথা সিওও কিন্ডার লিউ (Kinder Liu) তাদের লেটেস্ট লঞ্চ OnePlus 12R ফোনের প্রত্যেকটি ভ্যারিয়েন্টে UFS 4.0 নয় বরং UFS 3.1 স্টোরেজ সিস্টেম ব্যবহার করা হয়েছে বলে জানান। এই স্বীকারোক্তির পাশাপাশি সংস্থার তরফ থেকে জানানো হয়, ফোনটির ক্রেতাদের এর জন্য ক্ষতিপূরণও দেওয়া হবে।

OnePlus 12R

OnePlus নিজেদের এই প্রতিশ্রুতি বজায় রেখে X প্ল্যাটফর্মের মাধ্যমে সম্প্রতি একটা ঘোষণা করে। জানা গেছে, যারা OnePlus 12R স্মার্টফোনের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনেছেন তারা চাইলে তাদের ডিভাইস রিটার্ন করতে পারবেন এবং বিনিময়ে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। তবে ফোন ফেরত পাঠানোর ক্ষেত্রে একটা শর্ত আছে, যা নিচে আলোচনা করা হল…

OnePlus কর্মকর্তা জানিয়েছেন, ক্রেতারা যদি তাদের কেনা OnePlus 12R ফোনের ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের পারফরম্যান্সে সন্তুষ্ট না হয়ে থাকেন তবে ডিভাইসটি ফেরত পাঠানোর জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়া জন্য আপনাদের সংস্থার কাস্টমার কেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে। এবার আসি শর্তের ব্যাপারে। কিন্ডার লিউ -এর পোস্ট অনুসারে, যারা আগামী ১৬ই মার্চের মধ্যে ফোনটি রিটার্ন করার প্রক্রিয়া সম্পন্ন করবেন তাদের আবেদনই শুধুমাত্র গৃহীত হবে। অর্থাৎ নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে আপনারা আর OnePlus 12R মডেলটি ফেরত পাঠাতে পারবেন না, আর তুলনায় পুরোনো ভার্সনের স্টোরেজ নিয়েই খুশি থাকতে হবে।

So, OnePlus is offering a refund to the OnePlus 12R (256GB variant) buyers until March 16th.#OnePlus #OnePlus12R pic.twitter.com/i12R9R2Afb

ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৭৮০ x ১,২৬৪ পিক্সেল) এলটিপিও অ্যামোলেড টাচস্ক্রিন রয়েছে। এটি প্রোএক্সডিআর (ProXDR) প্রযুক্তি ব্যবহার করে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। উক্ত ডিভাইসে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি রম পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। ওয়ানপ্লাস তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ কিলারের সাথে চার বছরের সফ্টওয়্যার আপডেট অফার করছে। এছাড়া নিরাপত্তার জন্য এতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা মিলবে।

রাতে দেরিতে খাবার খেলে হতে পারে যে ৫ সমস্যা

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া OnePlus 12R ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এই ক্যামেরাগুলির কোনোটিই কিন্তু হ্যাসেলব্লাড দ্বারা টিউনড নয়। ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12R ফোনে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০০ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে না। IP64 রেটিং প্রাপ্ত এই ফোনের পরিমাপ ১৬৩.৩x৭৫.৩x৮.৮ মিমি এবং ওজন ২০৭ গ্রাম।