খাবার নয়, মেনু কার্ডের দামই ১ কোটি টাকা

মেনু কার্ড

অন্যরকম খবর ডেস্ক : টাইটানিক জাহাজ নিয়ে আজও মানুষের আগ্রহের কমতি নেই। এখনো ১৯১২ সালের এই জাহাজডুবির ঘটনা রহস্যে ঘেরা। এবার সেই জাহাজেরই একটি খাবারের মেনু কার্ড বিক্রি হলো ১ লাখ ২ হাজার ডলারে (প্রায় ১ কোটি টাকা)। গত শনিবার এক নিলামে এই দামেই বিক্রি হয় সাদা রঙের এই কাগজটি।

মেনু কার্ড

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, টাইটানিক জাহাজের প্রথম শ্রেণির যাত্রীদের জন্য এই খাবারের মেনু ছিল। এটি ১৯১২ সালের ১১ এপ্রিলের খাবারের তালিকা। তবে কিছু জায়গায় ছেড়া।

এই মেনু কার্ডই শনিবার নিলামে তোলে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান হেনরি আলব্রিজ অ্যান্ড সন লিমিটেড। সেই কাগজে এখনো ঢেউয়ের ছাপ। এটি উত্তর আটলান্টিকে ভেসেছিল অনেক দিন।

খাবারের তালিকায় ছিল উন্নতমানের ঝিনুক, গরুর মাংসের বিশেষ আটটেম ও বিশেষ ক্রিম। ছিল বেশ দামী পানীয়ও।

তবে ওই জাহাজের আরও অনেক জিনিস শনিবার নিলামে তোলা হয়। এর মধ্যে রয়েছে একটি কম্বল। এটি ১ লাখ ১৭ হাজার ডলারে বিক্রি হয়।

যেসব ভুল চুলকে করে নিষ্প্রাণ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ১৯১২ সালের ১৪ এপ্রিল এক রাতে ১২৫ মিটার (৪১০ ফুট) দীর্ঘ একটি আইসবার্গের সাথে যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিকের ধাক্কা লাগে। আমেরিকার উদ্দেশে ইংল্যান্ডের সাদাম্পটন থেকে ছেড়ে জাহাজটির সেটি ছিল প্রথম সমুদ্র যাত্রা। সংঘর্ষের তিন ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যায়। ১ হাজার ৫০০ জনের বেশি যাত্রী ও জাহাজের ক্রু ঐ ঘটনায় প্রাণ হারায়।