জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক দেশের সব ধরনের মুদ্রা—যেমন কাগুজে নোট ও ধাতব কয়েন—এর নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে নতুন ডিজাইনের টাকা বাজারে ছাড়া হচ্ছে। ইতোমধ্যে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট প্রকাশিত হয়েছে। এবার অন্যান্য মূল্যমানের নতুন নোটও বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এসব নোট ছাপানোর কাজ চলমান এবং আসন্ন ঈদের পর এগুলো বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
নতুন মুদ্রায় বঙ্গবন্ধুর ছবি থাকছে না
আগের সব টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও নতুন নোটগুলোর নকশায় তাঁর ছবি রাখা হয়নি। এবার ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটে স্বাক্ষর থাকবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের। অপরদিকে, ২ ও ৫ টাকার নোটে স্বাক্ষর থাকবে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের।
নতুন টাকার নকশায় যা থাকছে
৫০০ টাকার নোট
সামনের অংশ: বাঁ পাশে থাকবে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে থাকবে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা ফুল—জাতীয় ফুল হিসেবে প্রতীকী গুরুত্বপূর্ণ।
পেছনের অংশ: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।
রং ও নিরাপত্তা: সবুজ রঙের আধিক্য এবং জলছাপে থাকবে জাতীয় পশু বেঙ্গল টাইগারের মুখ।
২০০ টাকার নোট
সামনের অংশ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার ছবি।
পেছনের অংশ: ‘গ্রাফিতি-২০২৪’ শিরোনামের একটি গ্রাফিতি, যা জুলাই ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা।
রং ও নিরাপত্তা: হলুদ রঙের আধিক্য এবং জলছাপে থাকবে বেঙ্গল টাইগারের মুখ।
১০০ টাকার নোট
সামনের অংশ: বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ছবি।
পেছনের অংশ: সুন্দরবনের ছবি।
রং ও নিরাপত্তা: নীল রঙের আধিক্য ও জলছাপে বেঙ্গল টাইগারের মুখ।
১০ টাকার নোট
সামনের অংশ: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি।
পেছনের অংশ: ‘গ্রাফিতি-২০২৪’ গ্রাফিতি।
রং ও নিরাপত্তা: গোলাপি রঙের আধিক্য এবং জলছাপে বেঙ্গল টাইগারের মুখ।
৫ টাকার নোট
সামনের অংশ: ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি।
পেছনের অংশ: ‘গ্রাফিতি-২০২৪’ গ্রাফিতি।
রং ও নিরাপত্তা: গোলাপি রঙের আধিক্য এবং জলছাপে থাকবে বেঙ্গল টাইগারের মুখ।
২ টাকার নোট
সামনের অংশ: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।
পেছনের অংশ: রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ।
রং: হালকা সবুজ রঙের আধিক্য।
বাংলাদেশের মুদ্রার নকশায় এই পরিবর্তন একটি ঐতিহাসিক ঘটনা। নতুন ডিজাইনের টাকাগুলোর মাধ্যমে দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা উপাদান হিসেবে জলছাপে জাতীয় পশু বেঙ্গল টাইগারের মুখ সংযুক্ত করা হয়েছে, যা প্রতিটি নোটকে আধুনিক ও নিরাপদ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।