বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই প্রথম 20,000 টাকা প্রাইস রেঞ্জের নীচে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে নাথিং। কোম্পানির সাব ব্র্যান্ড সিএমএফ লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন। যার দাম থাকবে 15,000 টাকারও কম। বাজেট-ফ্রেন্ডলি দামে এই স্মার্টফোন লঞ্চ করতে চলেছে সংস্থা।
নাথিং সিএমএফ ব্র্যান্ড মূলত ডিভাইসের ডিজাইন, কালার এবং ফিনিশে মনোযোগ দেয়। তাই এই স্মার্টফোনের ডিসপ্লে, ডিজাইনেও সেই চমক থাকবে এমনটা আশা করা হচ্ছে। তবে সবথেকে বড় চমক দিতে পারে দাম। এক রিপোর্ট অনুযায়ী, সিএমএফ ফোন 1-এর দাম থাকতে পারে 12,000 টাকা।
ভারতেও লঞ্চ হবে নাথিং সিএমএফ 1, এতে MediaTek 5G প্রসেসর। থাকবে পলিকার্বোনেট বডি। কালো, সাদা এবং কমলা রঙের বিকল্প থাকতে পারে এই স্মার্টফোনে। তবে এই ফোনে নাথিংয়ের অন্যান্য মডেলের মতো ট্রান্সপ্যারেন্ট ডিজাইন থাকবে কিনা স্পষ্ট নয়।
যেহেতু বাজেট সেগমেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন তাও বেশ কিছু ফিচার্সে কাচি মারতে পারে নাথিং। তবে সবটাই ক্রমশ প্রকাশ্য। টেক রিপোর্ট বলছে, নাথিং সিএমএফ 1-এ মিলবে 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি সঙ্গে 33W ফাস্ট চার্জিং। নাথিং অপারেটিং সিস্টেম এবং ক্লিন ইউজার ইন্টারফেস পাওয়া যাবে এই ফোনে।
6.5 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। মিলবে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। ফোনের ক্যামেরা ফিচার্স সম্পর্কে এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, ফোনে মিলবে 3 বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছর সিকিউরিটি প্যাচ আপডেট। এই ফোনে মিলবে 5G কানেক্টিভিটির সঙ্গে USB টাইপ-সি চার্জিং পোর্ট। সেফটি ফিচার্স হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। তবে ফেস লক পাওয়া যাবে কিনা জানা যায়নি।
প্রসঙ্গত, নাথিংয়ের সবথেকে সস্তা স্মার্টফোন এই মুহূর্তে নাথিং ফোন 2a। ভারতে এই ফোনের 8 জিবি+128 জিবি ভ্যারিয়েন্টের দাম 23,999 টাকা। এতে রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস সুরক্ষা। ফোনে সর্বোচ্চ 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে।
এটির ক্যামেরা স্পেসিফিকেশন – সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। আশা করা হচ্ছে, নাথিং সিএমএফ ফোন 1-এর ফিচার্স নাথিং ফোন 2a-এর আশেপাশে থাকতে পারে। চলতি বছরের শুরুতেই TSW এবং নেকব্যান্ড লঞ্চ করেছিল সংস্থা। এবার হাজির হতে চলেছে নাথিং সিএমএফ স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।