Nothing phone (1): স্মার্টফোনের জগতে নতুন কিছু দেখা গেলো

Nothing Phone 1 নাথিং ফোন ১

জুলাই মাসের ১২ তারিখে বাজারে আসতে যাচ্ছে Nothing Phone 1। নাথিংব্র্যান্ডের এটাই প্রথম স্মার্টফোন। কোম্পানি থেকে জানানো হয়েছে বিশেষ ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে বিশ্বব্যাপী লঞ্চ করা হবে নাথিং ফোন ১। বুধবার প্রথমবারের মতো ফোনটির রিয়েল ডিজাইন প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ ট্রান্সপারেন্ট গ্লাসে ফোনটি বাজারে ছাড়া হবে। ফোনটি প্রযুক্তি লাভারদের কাছে নতুন কিছু হবে আশা করা যাচ্ছে।

তবে বুধবার সংস্থার তরফে যে ডিজাইনটি প্রকাশ করা হয়েছে সেটি শুধুমাত্র ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন। স্ক্রিনের কোনও ডিজাইন প্রকাশ করা হয়নি। বা সেলফি ক্যামেরা কোথায় রয়েছে সেবিষয়টিও জানানো হয়েছে।

Nothing Phone 1 নাথিং ফোন ১যে অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হয়েছে সেখানে দেখা গেছে, ফোনের ব্যাক প্যানেলের একদম উপরের বাঁদিকে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এবং তার পাশেই রয়েছে ফ্ল্যাশ লাইট।

ইতিমধ্যে Nothing ফোনটি Bureau of Indian Standard (BIS) এর সার্টিফিকেশন পেতে সক্ষম হয়েছে। Nothing Ear 1 TWS-এ যে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে এক্ষেত্রেও সেই একই ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটির ভিতরে কী কী কম্পোনেন্ট রয়েছে তা বাইরে থেকে দেখা সম্ভব।

টিপস্টার মুকুল শর্মার তরফে Nothing Phone 1 এর ছবি এবং ভিডিয়ো ট্যুইট করা হয়েছে। এবং Bureau of Indian Standard এর তরফে Nothing Phone 1-কে যে ছাড়পত্র দেওয়া হয়েছে তার একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। ফোনে দেওয়া হয়েছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ওয়ারলেস চার্জিং দেওয়া হয়েছে। এছাড়াও NFC-র সুবিধা দেওয়া হবে ফোনটিতে।Nothing Phone 1 নাথিং ফোন ১

ইতিমধ্যে নাথিং ফোন এর তরফে জানানো হয়েছে, লন্ডনে বিশেষ ইভেন্টের মাধ্যমে ফোনটি প্রকাশ করা হবে। ভারতূীয় সময় রাত সাড়ে 8টার সময় ফোনটি লঞ্চ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। YouTube চ্যানেলের মাধ্যমেও ফোনটির লঞ্চ অনুষ্ঠান দেখতে পাবেন সকলে।

Nothing এর তরফে জানানো হয়েছে ভারতে যে মডেলগুলি বিক্রি করা হবে সেগুলি সবই ভারতে তৈরি করা হবে। নাথিং ফোন ১ -এ Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Nothing OS স্কিন। এই ফোনে Qualcomm নির্মিত Snapdragon চিপসেট ব্যবহার হবে। তবে একাধিক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে ফ্ল্যাগশিপ চিপসেট থাকছে না।Nothing Phone 1 নাথিং ফোন ১

কিভাবে কাজ করে ডিজিটাল মুদ্রা