বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আগামী ১২ জুলাই বাজারে আসছে নাথিং ফোন ১। লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং এই প্রথম স্মার্টফোন আনতে যাচ্ছে। উদ্বোধনের আগেই ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ফোনটির প্রি-বুকিংও শুরু হয়েছে। এবার জানা গেল প্রি-বুকিংয়ের পাশাপাশি নিলামের আয়োজন করতে যাচ্ছে নাথিং। ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমীরা। এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি।
আগামী ২১ জুন শুরুর ১০০ ইউনিট নিলাম করার জন্য ই-কমার্স সাইট স্টকএক্সের সাথে চুক্তিবন্ধ হয়েছে নাথিং। স্টকএক্সে অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র তারাই নিলামে অংশগ্রহণ করতে পারবেন। লগ-ইন করার পর ব্যবহারকারীরা লাইভ নিলামে বিড করতে পারবেন। নিলামে অংশ নেওয়া সর্বোচ্চ দাম হাঁকানো প্রথম ১০০ জন আগামী ৫ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন নাথিং ফোন। তবে দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকোর গ্রাহকরা এই নিলামে অংশগ্রহণ করতে পারবেন না।
কর্তপক্ষ বলছে, ১২ জুলাই বিশ্বব্যাপী একসাথে উন্মোচিত হবে নাথিং ফোন ১। তবে ফোনটির দাম কত হবে তা নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রযুক্তি সংস্থা টিপ্সটার ফোনটির যে আংশিক তথ্য ফাঁস করেছে, সেখান থেকে জানা যাচ্ছে, আইফোনের তুলনায় নাথিং ফোনের দাম অনেকটাই কম হবে।
তাছাড়া প্রতিষ্ঠানটি আগে থেকেই দাবি করে আসছে, আইফোনকে টক্কর দিতেই আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোন বাজারে আনা হচ্ছে।
ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই নাথিং ফোনের প্রধানের দায়িত্বে আছেন। এই তথ্যই বলে দিচ্ছে, বিশ্বে সাড়া ফেলবে এই ফোন। বলা হচ্ছে, ফোনের ভেতরে কি রয়েছে তা বাহির থেকেই দেখা যাবে। এ জন্য ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল।
ফোনটিতে সম্ভবত ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের ব্যবহার দেখা যেতে পারে ফোনটিতে। র্যাম থাকতে পারে ৮ জিবি এবং রম ১২৮ জিবি।
ফোনটিতে ট্রিপল ক্যামেরার সেটআপ থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও সেলফির জন্য ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাচারি।
ওয়ারলেস চার্জারের ফোনটি চলবে নাথিং ওএস প্ল্যাটফর্মে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।