নাথিং ব্র্যান্ড একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান যেটি ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। ২০১৯ সালের ২৯ শে অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি তার নির্মিত সর্বপ্রথম স্মার্টফোনটি বাজারে রিলিজ করতে যাচ্ছে। এই মাসের ১২ তারিখে নাথিং ফোন ওয়ান বিশ্বব্যাপী বাজারে রিলিজ করা হবে। অন্যান স্মার্টফোন ব্র্যান্ড থেকে এখানে অনেক বিষয় এ বৈচিত্র থাকায় কাস্টমারদের এ নিয়ে আগ্রহ অনেক বেশি।
এখনো পর্যন্ত সবথেকে বড় যেই চমক সেটি হচ্ছে আর কয়েকদিন পরেই এই স্মার্টফোনটির বাজারে রিলিজ করা হবে তবে এখনো পর্যন্ত তার স্পেসিফিকেশন কি হবে এই নিয়ে তেমন কোন কিছু স্পষ্ট করে বলা হচ্ছে না। বরং বিভিন্ন ভিডিও সিন রিলিজ করা হয়েছে, ডেভেলপমেন্ট কীভাবে করা হয়েছে, এসেম্বলি লাইন, ডিজাইন, সাউন্ড, কোয়ালকমের সাথে তাদের মিটিং এসব বিষয় নিয়ে বেশি প্রচারণা করা হয়েছে।
টিকটকের এর একটি ভিডিওতে দেখা যায় যে নাথিং ফোনের স্মার্টফোনে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অবস্থান করবে। যেটি খুবই আকর্ষণীয় একটি ব্যাপার কেননা অ্যাপলের আইফোন ১৩ ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। বরং আইফোন ফেস আইডি স্ক্যান করার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেয়। যা মনে করা হচ্ছে আইফোনের পরের ব্যান্ডটিতেও এই ফিচার অন্তর্ভুক্ত করা হবে না। প্রতিষ্ঠানটি সবাইকে এটা বিশ্বাস করাতে চান যে অ্যাপলের iphone থেকেও এটি কাস্টমারদের অনেক বেশি কিছু অফার করবে।
যেহেতু এই প্রতিষ্ঠানটি বাজারে একেবারেই নতুন কাজেই তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কাস্টমারদের নতুন কিছু অফার করতেই হবে। সফটওয়্যার বৈচিত্র্যময় ডিজাইন, শক্তিশালী প্রসেসর সবকিছুতেই তারা এগিয়ে থাকার চেষ্টা করছে। এই স্মার্টফোনে কোয়ালকমের ৭৭৮ প্লাস প্রসেসরটি ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। দৈনন্দিন কাজের জন্য এটি যথেষ্ট ভালো একটি প্রসেসর।
আরো যেসব বিষয়ে তথ্য পাওয়া যায় তা হলো কোম্পানিটি শুরুতে কম দামে এটি বাজারে ছাড়তে চায় যেন মানুষ আগ্রহী হয়ে এটি নিতে পারে। ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে ও এলইডি স্ক্রিন ব্যবহার করা হবে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। নতুন স্মার্টফোনটি ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া এবং অস্ট্রেলিয়াতে সর্বপ্রথম ব্যবহার করা হবে। ফোনটির বাজার মূল্য হবে ৪৮ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।