বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বলা হচ্ছে, নাথিং ফোন ২ লঞ্চ হতে চলেছে ব্রিটিশ সামারে। অর্থাৎ নাথিং ফোন ১- এর সাকসেসর মডেল লঞ্চ হতে পারে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। অবশেষে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২ (Nothing Phone 2)।
এর আগে নাথিং ফোন ১ (Nothing Phone 1) লঞ্চের সময় যথেষ্ট হইচই হয়েছিল। তারপর থেকেই সাকসেসর মডেলের অপেক্ষায় ছিলেন গ্যাজেট প্রেমীরা। অবশেষে এল সুখবর। শোনা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই নাথিং ফোন ২ আত্মপ্রকাশ করবে। নাথিং সংস্থা ব্রিটেন ভিত্তিক একটি স্টার্টআপ।
এই সংস্থার প্রধান ওয়ানপ্লাসের প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি। সম্প্রতি তিনিই নিশ্চিত ভাবে জানিয়েছেন যে নাথিং ফোন ২ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এই স্মার্টফোন লঞ্চ হবে।
বলা হচ্ছে, নাথিং ফোন ২ লঞ্চ হতে চলেছে ব্রিটিশ সামারে। অর্থাৎ নাথিং ফোন ১- এর সাকসেসর মডেল লঞ্চ হতে পারে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তবে এই ফোনের ফিচার কিংবা স্পেসিফিকেশন প্রসঙ্গে কার্যত মুখে কুলুপ এঁটেছে সংস্থা। কিন্তু অনুমান নাথিং ফোন ১- এর তুলনায় শক্তিশালী প্রসেসর থাকবে নাথিং ফোন ২ মডেলে। সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজের কোনও চিপসেট থাকতে পারে নাথিং সংস্থারনতুন স্মার্টফোনে।
আমেরিকায় নাথিং ফোন ২ লঞ্চ হবে একথা নিশ্চিত ভাবে জানা গেলেও, এই ফোন ভারতে আদৌ লঞ্চ হবে কিনা, আর হলে কবে নাগাদ সম্ভাবনা রয়েছে সেই প্রসঙ্গে কোনও তথ্য এখনও জানা যায়নি। তবে এই ফোন একটু দেরিতে হলেও ভারতে আসবে বলেই আশা রাখছেন গ্যাজেট প্রেমীরা। কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আগের তুলনায় সেকেন্ড জেনারেশনের এই ফোন আরও প্রিমিয়াম কোয়ালিটির হতে চলেছে বলে অনুমান।
ট্যুইট করে নাথিং সংস্থা তাদের সেকেন্ড জেনারেশনের ফোন লঞ্চের খবর ঘোষণা করেছে। সেখানে একটি GIF ফাইল শেয়ার করা হয়েছে, যার মধ্যে দেখা গিয়েছে, নাথিং ফোন ২ মডেলের রেয়ার বা ব্যাক প্যানেলে থাকতে পারে একটি ফ্ল্যাশিং রেড এলইডি লাইট। তবে নাথিং ফোন ২ সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।