বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই মুহূর্তে ভারতের বাজারে একাধিক দুর্দান্ত স্মার্টফোন উপলব্ধ থাকলেও গ্রাহকদের নিত্যনতুন চমক দিতে দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করছে Nothing। খুব তাড়াতাড়ি এই কোম্পানিটি নিজেদের স্মার্ট ফোন Nothing Phone 1-এর উত্তরসূরী হিসেবে Nothing Phone 2 লঞ্চ করবে। মনে করা হচ্ছে, ফোনটি লঞ্চ হওয়ার পর এটি এর দুর্দান্ত ফির্চাস দিয়ে পাগল করে তুলবে গ্রাহকদের। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে-
প্রথমেই যদি Nothing Phone 2-এর ডিসপ্লের কথা বলি, তবে এই স্মার্টফোনে 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে দেখতে পাবেন গ্রাহকরা । পাশাপাশি দুর্দান্ত এই স্মার্ট ফোনটি স্মুথ ভাবে চলার জন্য এতে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট ব্যবহার করেছে কোম্পানি। শুধু দুর্দান্ত প্রসেসর নয়, দুর্দান্ত প্রসেসরের পাশাপাশি অবাক করা ক্যামেরা সেট-আপ থাকবে Nothing Phone 2-তে। 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি এই ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ এই স্মার্টফোনটি গ্রাহকদের মনে জায়গা করে নেবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা।
আমরা আপনাদের জানিয়ে রাখি, এই নতুন ফোনটিতে 8 GB RAM এবং 128 GB অভ্যন্তরীণ স্টোরেজ যুক্ত হবে। যা চলতি বছরের 19 শে জুলাই লঞ্চ করা হবে বিশ্বব্যাপী। যদি চোখ ধাঁধানো এই স্মার্টফোনের ব্যাটারির কথা বলি, তবে এই ফোনটিতে একটি 4700mAh Li-Polymer ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। যেটি 66W ওয়ারলেস ফার্স্ট চার্জিং সাপোর্ট করতে পারবে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, সে ক্ষেত্রে এর প্রারম্ভিক মূল্য 39,990 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ব্ল্যাক এবং গোল্ড দুটি কালার অপশনে ফোনটি পাওয়া যাবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।
শক্তিশালী র্যাম ও দুর্দান্ত ক্যামেরার নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.