বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোম্পানির প্রথম বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন হিসেবে নাথিং ফোন ২এ গত সপ্তাহে ভারতে উন্মোচন হয়েছে এবং আশানুরূপভাবে স্মার্টফোনের বাজারে সহজেই জায়গা করে নিয়েছে।
কোম্পানি আগেই জানিয়েছিল যে, বিক্রির প্রথম দিনে (১২ মার্চ) প্রথম এক ঘণ্টার মধ্যেই ফোনটির ৬০,০০০ ইউনিট বিক্রি হয়েছে। এবার নাথিংয়ের সিইও নিশ্চিত করলেন যে, বিক্রি শুরুর দিনে তারা মোট ১,০০,০০০ ইউনিট নাথিং ফোন ২এ বিক্রি করতে সক্ষম হয়েছেন।
নাথিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল পেই সোশ্যাল মিডিয়ায় জানান যে, তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন, নাথিং ফোন (২এ) সেলের প্রথম দিনেই ১,০০,০০০ ইউনিটের মাইলফলক অতিক্রম করেছে। এটি গত বছর উন্মোচন হওয়া ফ্ল্যাগশিপ নাথিং ফোন (২)-এর একটি সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসাবে বাজারে পা রেখেছে, তবে কোম্পানি দামে নিরিখে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনের ক্ষেত্রে কোনও কমতি রাখেনি।
নাথিং ফোন (২এ)-তে রয়েছে বড় ৬.৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেমের মতো বৈশিষ্ট্য, যা এর উচ্চতর মডেলেও দেখতে পাওয়া যায়৷ ফোনটির রিয়ার প্যানেলে কোম্পানির সিগনেচার এলইডি লাইট সমন্বিত গ্লাইফ ইন্টারফেসও বজায় রাখা হয়েছে।
এছাড়া, নাথিং ফোন (২এ)-একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল নাথিংয়ের কাস্টম-মেড মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর। যদিও কোম্পানি দাবি করেছে যে, এটি ১০% বেশি এফিসিয়েন্সি অফার করে, তবে বাস্তব জীবনে এর কর্মক্ষমতা সম্ভবত স্ট্যান্ডার্ড ডাইমেনসিটি ৭২০০ বা ৭২০০ আল্ট্রা-এর মতোই হবে। কেননা তিনটি প্রসেসরকেই একই ৪ ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।