বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউনিক স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় ব্র্যান্ড নাথিং তাদের 2a ফোনটির নতুন স্পেশাল এডিশন লঞ্চ করেছে। ভারত সহ গ্লোবাল বাজারে এই ফোনটি Nothing Phone (2a) Special Edition নামে
পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনে মিক্স কালার যোগ করে আরও ইউনিক তৈরির চেষ্টা করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্পেশাল এডিশন ফোনটি সম্পর্কে।
কোম্পানি জানিয়েছে Nothing Phone (2a) Special Edition ফোনে রেড, ব্লু এবং ইয়েলোর মতো প্রাইমারি কালার ব্যাবহার করা হয়েছে। এই প্রথম কোম্পানির কোনো ফোনে তিনটি কালার ব্যাবহার করা হয়েছে। এই ফোনে নাথিং অডিও প্রোডাক্টের রেড, ইয়ার (এ) এর ইয়েলো এবং গত মাসে লঞ্চ করা ফোন (2এ) এর ব্লু কালার রয়েছে।
এই ফোনে পিল শেপের ক্যামেরা মডিউলে ব্লু অ্যাক্সেন্ট দেওয়া হয়েছে। এর সঙ্গেই ব্যাক প্যানেলে রেড এবং ইয়েলো কালার রয়েছে। রং ছাড়া এই ফোনের ডিজাইন এবং অন্যান্য স্পেসিফিকেশন আগের মতোই রাখা হয়েছে।
Nothing Phone (2a) Special Edition ফোনের দাম
Nothing Phone (2a) Special Edition ফোনের 12GB+256GB মডেল পেশ করা হয়েছে।
এই ফোনের দাম 27,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি আগামী 5 জুন থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এক্সক্লুসিভ সেল করা হবে।
ব্র্যান্ডের পক্ষ থেকে কিছু সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডে 1,000 টাকা ছাড় দেওয়া হবে।
Nothing Phone (2a) Special Edition ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Nothing Phone (2a) Special Edition ফোনে 6.7-ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1300 নিটস ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: এই ফোনে MediaTek Dimensity 7200 Pro চিপসেট যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Nothing Phone (2a) Special Edition ফোনে OIS + EIS সহ 50MP প্রাইমারি এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ভোজপুরী গানে ভরা মঞ্চ কাঁপালেন দুই নৃত্য শিল্পী, ভাইরাল ভিডিও
ওএস: Nothing Phone (2a) Special Edition ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং নাথিং ওএস 2.5 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 3 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।