বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১২ মার্চ আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয় নাথিং ফোন 2a, প্রথম সেলেই বাজিমাত করল কোম্পানি। মাত্র এক দিনের ব্যবধানে এক লাখ স্মার্টফোন বিক্রি করল কোম্পানি। নাথিং ফোন 2-এর উত্তরসুরী হিসাবে লঞ্চ হয় এই হ্যান্ডসেট। এদিন কোম্পানির সিইও কার্ল পেই এই ঘোষণা করেন। ফোনে এমন কী ফিচার্স রয়েছে je এই ভাবে বিক্রি হচ্ছে? জানুন।
নাথিং ফোন 2a লঞ্চ হয়ে 48 ঘণ্টাও হয়নি, তার মধ্যেই বড় রেকর্ড গড়ে ফেলল কোম্পানি। মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে লঞ্চ হয়েছে এই হ্যান্ডসেট। এর আগে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে নাথিং। এটি তাদের তৃতীয় স্মার্টফোন। প্রথম সেলেই এক দিনে এক লাখ ফোন বিক্রির মাইলফলক স্পর্শ করেছে লন্ডনের কোম্পানিটি।
এদিন নাথিংয়ের সিইও কার্ল পেই এক্স হ্যান্ডেলে পোস্ট কর সেই তথ্য জানিয়েছেন। এর আগে কোম্পানি জানিয়েছিল, মাত্র 60 মিনিটে 60,000 স্মার্টফোন বিক্রি হয়। তার 23 ঘণ্টা কাটতেই 1 লাখ গন্ডি ছুঁয়ে ফেলল কোম্পানিটি।
বিশ্ব বাজারের পাশাপাশি ভারতেও বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোনের। মিড-রেঞ্জ সেগমেন্টে যা যা ফিচার্স থাকা দরকার তার প্রায় সবই রয়েছে এই মোবাইলে। চলুন স্মার্টফোনের ফিচার্স এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
নাথিং ফোন 2a : ফিচার্স এবং স্পেসিফিকেশন
6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে ফোনে। মিলবে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন। ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। আনলক করার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মাল্টিটাস্কিংয়ের জন্য রয়েছে MediaTek Dimensity 7200 Pro প্রসেসর। স্মার্টফোনের গতি নিশ্চিত করবে এতে থাকে 12GB ব়্যাম, যা 20GB পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।
নাথিং ফোনের সবথেকে আকর্ষণীয় ফিচার Glyph ইন্টারফেসও পাবেন এতে। ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য মিলবে কর্নিং গোরিলা গ্লাস। মিলবে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে 256GB যা মাইক্রো SD কার্ড দিয়ে বাড়াতে পারবেন।
ক্যামেরার ক্ষেত্রে নাথিং ফোন 2a মডেলের ব্যাক প্যানেলে পাবেন 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সঙ্গে LED ফ্ল্যাশ, প্যানারমা এবং 4K রেকর্ডিং সাপোর্ট। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে 1080p@60fps ভিডিয়ো রেকর্ডিং করা যাবে।
স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5,000mAh এবং 45W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে 5G, 4G VOLTE এবং USB টাইপ সি কানেক্টিভিটি।
৫০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে দুর্দান্ত ফিচার নিয়ে নাথিং ফোন ২এ আসছে
নাথিং ফোন 2a : দাম
স্মার্টফোনের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে – 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB। স্মার্টফোনের দাম 23,999 টাকা, 25,999 টাকা এবং 27,999 টাকা। আপনি যদি ভারত থেকে স্মার্টফোনটি কিনতে চান তাহলে অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবেন। উপরন্ত, পাবেন একাধিক ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস অফার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।