বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নাথিং তাদের ট্রান্সপেরেন্ট ফোন বাজারে লঞ্চ করে শক্তিশালী ফ্যান ফোলোইং তৈরি করে নিয়েছে। কোম্পানির বিশেষ ডিজাইনের এই ফোনটি ইউজারা পছন্দ করেছে এবং এবার তাঁরা আপকামিং Nothing Phone (3) ফোনের অপেক্ষাতে রয়েছে। তবে কোম্পানির Co-founder এবং CEO Carl Pei এই আপকামিং Phone (3) সম্পর্কে বড়ো ঘোষণা করেছেন, যা ফ্যানদের জন্য খারাব খবর হতে পারে।
কোম্পানির Co-founder এবং CEO Carl Pei জানিয়েছেন এই বছর Nothing Phone (3) লঞ্চ করা হবে না। কোম্পানির পক্ষ থেকে CEO Carl একটি ভিডিওর মাধ্যমে তাদের এচিভমেন্ট এবং ফিউচার প্ল্যানিং সহ তাদের নেক্সট জেনারেশন Nothing Phone (3) পরের বছর অর্থাৎ 2025 সালে লঞ্চ করা হবে বলে জানিয়েছেন। কোম্পানির CEO বক্তব্য অনুযায়ী আপকামিং Nothing Phone (3) AI ফিচার এবং এডভান্স সফটওয়্যার ও হার্ডওয়্যার দেওয়া হবে বলে জানিয়েছেন।
প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Nothing Phone (3) ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ 3গীগাহার্টজ পর্যন্ত ক্লক স্পীডে কাজ করবে বলে জানা গেছে।
এখন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Nothing Phone (3) 2025 সালে লঞ্চ করা হবে, তখন আপকামিং এই ফোনে নতুন এবং অ্যাডভান্স চিপসেট দেওয়া হতে পারে যা এখনও পর্যন্ত আড় অন্য কোথাও ব্যবহার করা হয়নি বলে আশা করা হচ্ছে। এই আপকামিং ফোনের দাম প্রায় 45 হাজার টাকা রাখা হতে পারে।
Nothing CMF Phone 1 (লিক ডিটেইলস)
দাম: কোম্পানি মিড বাজেটের Nothing CMF Phone 1 স্মার্টফোন নিয়ে কাজ করছে, যা 20 হাজার টাকার কম দাম রাখা হতে পারে বলে কানাঘুষো চলছে। লিকের মাধ্যমের এই ফোনের ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে এবং এখানে তা দেখা যাবে।
ডিসপ্লে: Nothing CMF Phone 1 স্মার্টফোনের 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। লিক হওয়া ছবি অনুযায়ী ফোনটি ওয়াটারড্রপ নচ সহ পেশ করা হতে পারে।
প্রসেসর: Nothing CMF Phone 1 ফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7200 অক্টা-কোর প্রসেসর সহ 2.8GHz ক্লক স্পীডযুক্ত পেশ করা হতে পারে।
স্টোরেজ: কোম্পানি এই আপকামিং ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 8GB RAM সহ 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত এই ফোনে ভার্চুয়াল RAM দেওয়া হবে কি না সেই বিষয়ে জানা যায়নি।
ক্যামেরা: এই আপকামিং ফোনটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হবে। CMF Phone 1 এর ব্যাক প্যানেলে একটি ক্যামেরা সেন্সর যা 50 Megapixel এর হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Nothing CMF Phone 1 স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।