বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নাথিং তাদের নতুন স্মার্টফোন সিরিজ Nothing Phone (3) নামে বাজারে আনতে চলেছে। সম্প্রতি BIS ও UL Demko সার্টিফিকেশন সাইটে Nothing Phone (3a) ও Nothing Phone (3a) Plus মডেলের সম্ভাব্য তথ্য পাওয়া গেছে। চলুন জেনে নেওয়া যাক আপকামিং এই ফোনগুলোর বিস্তারিত।
Nothing Phone (3a) ও (3a) Plus-এর ব্যাটারি ডিটেইলস
BIS লিস্টিঙে NT04 মডেল নম্বর সহ ফোনটি দেখা গেছে। UL Demko সার্টিফিকেশন সাইটেও একই মডেল নম্বর উল্লেখ করা হয়েছে। লিস্টিং অনুযায়ী, ফোনটিতে 4290mAh ব্যাটারি থাকতে পারে।
তুলনাস্বরূপ, আগের Nothing Phone (2a) ও (2a) Plus মডেলগুলোতে 5000mAh ব্যাটারি ছিল। তাই নতুন ফোনে ব্যাটারির পারফরম্যান্স কেমন হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
Nothing Phone (3a) সিরিজের ফিচার আপগ্রেড
Nothing Phone (3a) ফোনে টেলিফটো লেন্স দেওয়া হতে পারে, যেখানে প্লাস মডেলে থাকবে পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়াও, দুই মডেলেই eSIM সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
গুজব অনুযায়ী, নাথিং এবার মিডিয়াটেক প্রসেসরের বদলে কোয়ালকম চিপসেট ব্যবহার করবে। Nothing Phone (3a) ও (3a) Plus-এ Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকতে পারে।
সম্ভাব্য দাম ও লঞ্চ ডেট
আগের Nothing Phone (2a) সিরিজের দাম ভারতে ৩০,০০০ টাকার কম ছিল। আপকামিং Nothing Phone (3a) সিরিজের দামও একই রেঞ্জে থাকবে বলে মনে করা হচ্ছে। এই লিক দেখে সহজেই বলা যায়, নাথিংয়ের নতুন ফোনে আরও আকর্ষণীয় ফিচার আসতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।