বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Nothing Phone (3a) সিরিজের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Nothing। ২০২৫ সালের ৪ মার্চ, ভারতসহ গ্লোবাল বাজারে ফোনটি উন্মোচন করা হবে। অফিসিয়াল লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, Nothing Phone (3a) ভারতেই তৈরি হবে।
ভারতে তৈরি হবে Nothing Phone (3a)
Nothing-এর ঘোষণা অনুযায়ী, তাদের আপকামিং Nothing Phone (3a) ভারতের তামিলনাড়ুতে চেন্নাই প্লান্টে তৈরি করা হবে। বর্তমানে এই প্লান্টে ৫০০-র বেশি কর্মচারী কাজ করছেন, যার ৯৫ শতাংশই নারী কর্মী।
তবে এই সিরিজের ফোন শুধুমাত্র ভারতীয় বাজারের জন্য নাকি গ্লোবালি বিক্রি করা হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। Nothing জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্বব্যাপী ৭ মিলিয়নের বেশি স্মার্টফোন ইউনিট বিক্রি করেছে এবং কোম্পানির লাইফটাইম রেভিনিউ ১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
Nothing Phone (3a) স্পেসিফিকেশন ও ফিচার
Nothing অফিসিয়াল লঞ্চের আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) -এ কিছু তথ্য শেয়ার করেছে। টিজার অনুযায়ী, নতুন Nothing Phone (3a) সিরিজে iPhone-এর মতো অ্যাকশন বাটন থাকতে পারে। যদিও এই অতিরিক্ত বাটনের কাজ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে টিজারে লেখা ছিল: “Your second memory, one click away” (আপনার দ্বিতীয় মেমরি, এক ক্লিক দূর)।
প্রকাশিত তথ্য অনুযায়ী, Nothing Phone (3a)-এ থাকছে—
- 6.8-ইঞ্চির AMOLED ডিসপ্লে
- Snapdragon 7s Gen 3 প্রসেসর
- 32MP ফ্রন্ট ক্যামেরা
- 50MP টেলিফটো + 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেটআপ
- 5,000mAh ব্যাটারি (45W ফাস্ট চার্জিং)
- ট্রান্সপ্যারেন্ট ডিজাইন
Nothing-এর নতুন ফোনটি কতটা প্রতিযোগিতামূলক হবে এবং দাম কত রাখা হবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে অফিসিয়াল লঞ্চের দিন পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।