তৃতীয় জেনারেশনের স্মার্টফোন সিরিজের মাধ্যমে Nothing Phone ব্র্যান্ড আবার দুনিয়ায় নতুন বিস্ময় সৃষ্টি করতে যাচ্ছে। এবার তারা 3a সিরিজের স্মার্টফোন বাজারে লঞ্চ করতে যাচ্ছে। এ সিরিজে থাকছে দুইটি স্মার্টফোন। প্রথমটি Nothing Phone 3a মডেল এবং দ্বিতীয়টি Nothing Phone 3a Pro মডেল।
খুব শীঘ্রই দুটি মডেলের স্মার্টফোন বাজারে লঞ্চ হতে যাচ্ছে। নাথিং ব্র্যান্ডের আগের মডেলের স্মার্টফোন সফলতার মুখ দেখার পর এবার ক্যামেরা সিস্টেম, পারফরম্যান্স এবং ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। পাশাপাশি পুরো সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপভোগ করতে পারবেন আপনি। আজকের আর্টিকেলে Nothing Phone 3a Pro মডেলের বিস্তারিত নিয়ে আলোচনা হবে।
ডিজাইন ও ডিসপ্লে
স্মার্টফোনটিতে ৬. ৭৭ ইঞ্চির এমোলেড প্যানেলের ডিসপ্লে দেওয়া থাকবে। ফোনটির রেগুলেশন হবে ১০৮০*২৩৯২। ফোনটির স্ক্রিনে ১২০ হার্জের রিফ্রেশ রেট দেওয়া থাকবে। এর ফলে স্ক্রলিং হবে অনেক বেশি স্মুথ, পাশাপাশি গেমিং অভিজ্ঞতা হবে আগের থেকে অনেক বেশি উন্নত। নাথিং ব্র্যান্ড স্মার্টফোনের পেছনের ডিজাইন অন্যান্য ফোন থেকে বেশ আলাদা। আগেরবারের মতো এবারও এলইডি লাইট সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে।
পারফরম্যান্স
ফোনটির মধ্যে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট দেওয়া থাকবে। স্মার্টফোনটির সাথে থাকবে ৮ জিবি বা ১২ জিবি র্যাম। মাল্টিটাস্কিং এ অনন্য অভিজ্ঞতা পাওয়ার আশা করা যেতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ সিস্টেম এবং নাথিং ওএস 3.1 ইন্টারফেজের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। ভবিষ্যতে মেজর এন্ড্রয়েড আপডেট পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ১২৮ জিবি বা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন থাকছে। পানি এবং ধুলা প্রতিরোধের সিস্টেম তো আছেই।
ক্যামেরা
স্মার্টফোনের মেইন ক্যামেরা হতে যাচ্ছে ৫০ মেগাপিক্সেল। এটির অ্যাপাচার হবে ১.৯। অন্যদিকে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে 3X অপটিকাল জুম থাকে। আপনাকে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে যার অ্যাপাচার হবে ২.২। যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যারা অ্যাপাচার 2.2।
ব্যাটারি ও চার্জিং
৫ হাজার মেগাহার্জের বিশাল ব্যাটারি স্মার্টফোনে অন্তর্ভুক্ত থাকবে। ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ১৯ মিনিটের মধ্যেই ৫০ শতাংশ চার্জ পূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয় পুরো স্মার্টফোনটি চার্জ হতে মাত্র ৫৬ মিনিট সময় প্রয়োজন।
প্রাইস
ইউরোপের মার্কেটে ফোনটি কিনতে আপনাকে খরচ করতে হতে পারে ৩৫০ ইউরো। মার্কিন যুক্তরাষ্ট্রে এটির দাম প্রায় ৪৭৯ ডলার হতে যাচ্ছে। ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের ভার্সনটি আপনি ভারতের মার্কেটে ৩০ হাজার রুপিতে পেয়ে যাবেন। বাংলাদেশে আনুমানিক স্মার্টফোনের দাম হতে পারে ৫০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।