বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Nothing Phone (3a) সিরিজে ভ্যানিলা 3a ফোনের পাশাপাশি Pro মডেল লঞ্চ হতে চলেছে। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে এই ফোনের ডিজাইন লিক হয়েছিল। এবার Nothing অফিসিয়ালি তাদের Phone (3a) Pro ফোনটি প্রকাশ্যে এনেছে। এর ফলে এই ফোনের দুটি কালার অপশনে, নতুন Glyph ইন্টারফেস এবং অন্য ধরনের রেয়ার ক্যামেরা আইল্যান্ড দেখা গেছে। এই পোস্টে এই আপকামিং ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Nothing Phone (3a) Pro ফোনের ডিজাইন
* Nothing Phone (3a) Pro ফোনটি ব্ল্যাক কালার অপশনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং ফ্লিপকার্ট সাইটে শেয়ার করা হয়েছে।
* অপরদিকে এই ফোনের হোয়াইট কালার মডেল নাথিং ব্র্যান্ডের অ্যাম্বাসাডার এবং বলিউড স্টার রণবীর সিংহের হাতে দেখা গেছে।
* Nothing Phone (3a) ফোনের সঙ্গে এই ফোনের প্রধান পার্থক্য হতে চলেছে এই ফোনের ব্যাক প্যানেলের গোল ক্যামেরা মেসা। এই মেসা কিছুটা বাইরের দিকে উঁচু, তবে Nothing Phone (2a) ফোনের তুলনায় হালকা।
* এই ফোনের তিনটি ক্যামেরা লেন্স 90-ডিগ্রী অ্যাঙ্গেলে অবস্থিত। এই তিনটি সেন্সরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ডানদিকের পেরিস্কোপ টেলিফটো লেন্স।
* এই প্রথম কোনো Nothing ফোনে তিনটি ক্যামেরা সেন্সর দেখা যাবে, তাও আবার পেরিস্কোপ টেলিফটো মদেইউল সহ। এর ফলে ফোনে আরও ভালো জুম পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
* ক্যামেরা মডিউল ছাড়া ব্যাক প্যানেলে আইকনিক ফক্স ট্রান্সপারেন্ট প্যানেল রয়েছে। তবে এটি দেখতে কিছুটা আলাদা হবে।
* ফোনটির ডানদিকে একটি চতুর্থ বাটন দেখা গেছে। এটি অনেকটা iOS এর Action Button এর মতো হবে বলে জানা গেছে। ফোনটি লঞ্চের পরেই বোঝা যাবে এটি কি কাজে আসবে।
আমরা এখনও এই ফোনের ফ্রন্ট লুক দেখিনি। তবে এতে সেন্ট্রাল পাঞ্চ হোল থাকবে বলে মনে করা হচ্ছে। এই ফোনে পাতলা বেজলও থাকতে পারে।
Nothing Phone (3a) Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 387PPI পিক্সেল ডেনসিটি, 3,000nits পীক ব্রাইটনেস এবং পাণ্ডা গ্লাস প্রোটেকশন সহ 6.77-ইঞ্চির ফ্ল্যাট AMOLED LTPS স্ক্রিন দেওয়া হতে পারে।
প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 7এস জেন 3 প্রসেসর (2.5GHz ক্লক স্পীড) যোগ করা হতে পারে। জানিয়ে রাখি এর আগে (2a) ফোনে Dimensity 7200 Pro SoC (2.8GHz ক্লক স্পীড) এবং (2a) প্লাস ফোনে Dimensity 7350 Pro SoC (3.0GHz ক্লক স্পীড) দেওয়া হয়েছিল।
স্টোরেজ: এই আপকামিং ফোনের 12GB+256GB মডেল পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP (OIS) প্রাইমারি সেন্সর + 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 50MP 3x টেলিফটো জুম (OIS সহ) থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি: এই ফোনে 5,000mAh ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি 56 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে।
আগের রিপোর্ট অনুযায়ী ভারতে Nothing Phone (3a) Pro ফোনের দাম প্রায় 30,000 টাকার আশেপাশে রাখা হতে পারে। আগামী 4 মার্চ দুপুর 3:30 এর সময় এই ফোনটি লঞ্চ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।