তৃতীয় প্রজন্মের স্মার্টফোন সিরিজের মাধ্যমে Nothing Phone আবারও প্রযুক্তি বিশ্বে নতুন চমক আনতে যাচ্ছে। এবার ব্র্যান্ডটি Nothing Phone 3a সিরিজের স্মার্টফোন বাজারে উন্মোচন করতে চলেছে। এই সিরিজে থাকছে দুটি মডেল—Nothing Phone 3a এবং Nothing Phone 3a Pro।
খুব শীঘ্রই এ দুটি মডেল বাজারে আসছে। আগের মডেলগুলোর সাফল্যের পর এবার Nothing আরও শক্তিশালী ক্যামেরা, উন্নত পারফরম্যান্স ও নতুন ডিজাইন নিয়ে হাজির হচ্ছে। পাশাপাশি, পুরো সিস্টেমে যুক্ত হয়েছে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার। আজকের আলোচনায় থাকছে Nothing Phone 3a Pro মডেলের সম্পূর্ণ বিবরণ।
ডিজাইন ও ডিসপ্লে
স্মার্টফোনটিতে ৬. ৭৭ ইঞ্চির এমোলেড প্যানেলের ডিসপ্লে দেওয়া থাকবে। ফোনটির রেগুলেশন হবে ১০৮০*২৩৯২। ফোনটির স্ক্রিনে ১২০ হার্জের রিফ্রেশ রেট দেওয়া থাকবে। এর ফলে স্ক্রলিং হবে অনেক বেশি স্মুথ, পাশাপাশি গেমিং অভিজ্ঞতা হবে আগের থেকে অনেক বেশি উন্নত। নাথিং ব্র্যান্ড স্মার্টফোনের পেছনের ডিজাইন অন্যান্য ফোন থেকে বেশ আলাদা। আগেরবারের মতো এবারও এলইডি লাইট সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে।
পারফরম্যান্স
ফোনটির মধ্যে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট দেওয়া থাকবে। স্মার্টফোনটির সাথে থাকবে ৮ জিবি বা ১২ জিবি র্যাম। মাল্টিটাস্কিং এ অনন্য অভিজ্ঞতা পাওয়ার আশা করা যেতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ সিস্টেম এবং নাথিং ওএস 3.1 ইন্টারফেজের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। ভবিষ্যতে মেজর এন্ড্রয়েড আপডেট পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ১২৮ জিবি বা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন থাকছে। পানি এবং ধুলা প্রতিরোধের সিস্টেম তো আছেই।
ক্যামেরা সেটআপ
Nothing Phone 3a Pro-এর ক্যামেরা বিভাগে থাকছে উচ্চমানের ট্রিপল ক্যামেরা সেটআপ—
- প্রধান ক্যামেরা: ৫০MP, f/1.9, OIS সমৃদ্ধ ওয়াইড সেন্সর
- টেলিফটো লেন্স: ৫০MP, 3X অপটিক্যাল জুম সহ
- আলট্রা-ওয়াইড লেন্স: ৮MP, f/2.2, ১২০° ফিল্ড-অফ-ভিউ
যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যারা অ্যাপাচার 2.2।
প্রাইস
- ইউরোপ: প্রায় ৩৫০ ইউরো
- যুক্তরাষ্ট্র: প্রায় ৪৭৯ ডলার
- ভারত: ৩০ হাজার রুপি (৮GB+১২৮GB ভার্সন)
- বাংলাদেশ: আনুমানিক ৫০ হাজার টাকা
ব্যাটারি ও চার্জিং
৫ হাজার মেগাহার্জের বিশাল ব্যাটারি স্মার্টফোনে অন্তর্ভুক্ত থাকবে। ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ১৯ মিনিটের মধ্যেই ৫০ শতাংশ চার্জ পূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয় পুরো স্মার্টফোনটি চার্জ হতে মাত্র ৫৬ মিনিট সময় প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।