জুমবাংলা ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) সংশ্লিষ্ট কোনো বিষয়ে গণমাধ্যম, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য না দিতে নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী সই করা এক নোটিশে এ আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, বিসিসির প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাদে কোনো কর্মকর্তা-কর্মচারী সিটি করপোরেশনের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়ে গণমাধ্যম/ব্যক্তি/প্রতিষ্ঠানকে তথ্য প্রদান করলে প্রচলিত চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার এমন আদেশ জারির পর থেকে বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে কোনো বিষয়ে করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়। সেক্ষেত্রে বারবার প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন দেওয়া যায় না। বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনা করা দরকার।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন বলেন, দেশের সংবিধান অনুযায়ী একটি প্রতিষ্ঠান এমন আদেশ জারি করতে পারে না। এটা সম্পূর্ণ অবৈধ একটা আদেশ।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
তবে তার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সিটি করপোরেশনের চাকরির শৃঙ্খলার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।