ভোটে জেতার ৪৮ ঘণ্টার মধ্যে ইউসুফ পাঠানকে নোটিশ

সাবেক ক্রিকেটার ইউসুফ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা ভোটে জেতার ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে তাকে নোটিশও পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা শুক্রবার (১৪ জুন) এ খবর জানিয়েছে।

সাবেক ক্রিকেটার ইউসুফ

গণমাধ্যমটি জানিয়েছে, এক খণ্ড জমিতে বেআইনিভাবে দেয়াল দেওয়ার অভিযোগে ইউসুফকে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছে গুজরাটের বরোদা পৌরসভা। তাকে দ্রুত ওই দেয়াল সরিয়ে নিতে বলা হয়েছে।
এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীতা নিয়ে জিতেছেন ইউসুফ। পাঁচবারের সংসদ সদস্য অধীর চৌধুরীকে হারিয়ে নজির গড়েছেন তিনি।

ভোটের ফল প্রকাশিত হয়েছিল গত ৪ জুন। আর নোটিশটি পাঠানো হয় ৬ জুন। অর্থাৎ ইউসুফ ভোটে জেতার ৪৮ ঘণ্টার মধ্যেই নোটিশটি পাঠানো হয়। যে জমি দখলের অভিযোগ উঠেছে, সেটি পৌরসভার মালিকানাধীন।

বরোদার এক বিজেপি কাউন্সিলর বিজয় পওয়ার জানান, ২০১২ সালে ইউসুফ তার বাড়ির পাশে একটি জমি ক্রয়ের চেষ্টা করেছিলেন। সে সময় পৌরসভার অনুমতিও পেয়েছিলেন তিনি। কিন্তু এতে সায় দেয়নি ওই সময়ের সরকার।
বরোদা পৌরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন শীতল মিস্ত্রি জানান, ৯৭৮ বর্গমিটারের এক খণ্ড জমি ইউসুফের কাছে বিক্রির প্রস্তাব ২০১২ সালে নাকচ করে দিয়েছিল গুজরাট সরকার। তারপর সেই জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে।

তিনি আরো বলেন, ‘সম্প্রতি আমরা খবর পেয়েছি, ওই জমিতে দেয়াল তুলছেন ইউসুফ। দেয়াল সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা দুই সপ্তাহ অপেক্ষা করব। না সরালে পরবর্তী পদক্ষেপের কথা ভাবব।’

কেউ লাশ টোকায় কেউ লিচু, এভাবেই দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী

বিজেপি কাউন্সিলর আরো জানান, ২০১২ সালে ইউসুফের বাড়ি যখন নির্মীয়মাণ ছিল, তখনই জমিটি চড়া দামে কিনে নিতে চেয়েছিলেন তিনি। বর্গমিটার প্রতি ৫৭ হাজার ভারতীয় রুপি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি।