আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পাঁচ বছর পর ফ্রান্সের বিখ্যাত নটরডেম ক্যাথেড্রালে আবারও ফিরছে যিশু খ্রিষ্টের ‘কাঁটার মুকুট’।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সোনায় মোড়ানো গাছের শাখার ওই মুকুটটি ফিরছে তার পুরনো ঠিকানায়।
এ উপলক্ষে ক্যাথেড্রালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্যারিসের আর্চবিশপ। ক্যাথেড্রালের পুনরুদ্ধার যাত্রার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা এই অনুষ্ঠানে পবিত্র সেপালচারের অশ্বারোহী নাইট ও ডেমরাও উপস্থিত থাকবেন।
দশম শতাব্দীতে কনস্টান্টিনোপোলে স্থানান্তরিত হওয়ার আগে পঞ্চম শতাব্দীতে জেরুজালেমের তীর্থযাত্রীরা এই ঐতিহাসিক নিদর্শনটির কথা প্রথম উল্লেখ করেন। এরপর ১২৩৯ সালে এটি অধিগ্রহণ করেন ফ্রান্সের রাজা নবম লুই। তিনি এটি প্যারিসে নিয়ে আসেন এবং সংরক্ষণের উদ্দেশ্যে সান্তে-চাপেল কমিশন করার আগে নটরডেমে রাখেন। পরে তা আবার নটরডেমে ফেরত পাঠানো হয়।
২০১৯ সালের ১৫ এপ্রিল নটরডেমে আগুন লাগলে অন্যান্য প্রাচীন নিদর্শনের পাশাপাশি এটিও একটি সিল করা বাক্সে সংরক্ষণ করা ছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এটি গ্রাস করার আগেই আগুন নির্বাপিত হয়।
আগামী ১০ জানুয়ারি থেকে গুড ফ্রাইডে (১৮ এপ্রিল) পর্যন্ত প্রতি শুক্রবার জনসাধারণের শ্রদ্ধার জন্য মুকুটটি প্রদর্শিত হবে। তারপর থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার সেটি নিয়মিত প্রদর্শিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।