নতুন বাজেটে Moto G15

motorolla

জুমবাংলা ডেস্ক : সুন্দর স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড Motorola গত বছর তাদের Moto G14 ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের আপগ্রেডেড ভার্সন লঞ্চ করতে চলেছে বলে মনে করা হচ্ছে। আমরা গীকবেঞ্চে Moto G15 ফোনটি স্পট করেছি। এই ফোনটি বাজেট ক্যাটাগরিতে পেশ করা হতে পারে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে এই ফোনের গীকবেঞ্চ স্কোর এবং কিছু হার্ডওয়্যার স্কোর প্রকাশ্যে এসেছে। এই আপকামিং ফোনটির লিস্টিং সম্পর্কে নিচে আলোচনা করা হল।

motorolla

Moto G সিরিজের এই আপকামিং বাজেট ফোনটির দাম 10,000 টাকার চেয়ে কম রাখা হতে পারে। এই সিরিজের ফোনগুলি মূলত সেইসব মানুষদের জন্য পেশ করা হয় যেগুলির দাম খুব বেশি নয় এবং সফটওয়্যার এক্সপেরিয়েন্সও ভালো হয়।

Motorola G15 ফোনের গীকবেঞ্চ লিস্টিং ডিটেইলস

গীকবেঞ্চ লিস্টিং থেকে ফোনটির মার্কেটিং নাম Motorola G15 জানা গেছে।

এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 340 এবং মাল্টি কোর টেস্টে 1311 স্কোর পেয়েছে।

সাবেক ভূমিমন্ত্রীর অবস্থান খুঁজে পেয়েছে আল জাজিরা

জানিয়ে রাখি Moto G14 8GB RAM মডেলটি সিঙ্গেল কোর রাউন্ডে 447 এবং গীকবেঞ্চ v6.3.0 এর মাল্টি কোর টেস্টে 1577 কোর পেয়েছিল।
গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে এই আপকামিং ফোনটি 4GB RAM সহ পেশ করা হবে এবং এটি লেটেস্ট Android 15 OS এ কাজ করবে।
ফোনের মাদারবোর্ড সেকশনে ‘lamu’ কথাটি লেখা রয়েছে এবং এর সঙ্গে Mali-G52 MC2 GPU যোগ করা হবে। চিপসেটের নাম এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে এটি একটি অক্টাকোর প্রসেসর হবে এবং এতে ছয়টি 1.70GHz কোর ও দুটি 2.0GHz কোর থাকবে।