জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে আসছে একাধিক বড় আপডেট। ওপেনএআই জানিয়েছে, নতুন জিপিটি-৫ মডেল চালুর সঙ্গে চ্যাটজিপিটির চেহারা, পারফরম্যান্স ও ফিচারে বড় পরিবর্তন আসবে। ব্যবহার হবে আরও দ্রুত, ব্যক্তিগত এবং সহজ।
জিপিটি-৫ চালুর সাথে পুরনো মডেলগুলো—GPT-4o, GPT-4.1 ও GPT-4.5—বন্ধ করে দিচ্ছে ওপেনএআই। এখন থেকে চ্যাটজিপিটি ডিফল্টভাবে জিপিটি-৫-এ চলবে।
নতুন অটো-সুইচিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেরা মডেল বেছে নিয়ে উত্তর দেবে, ফলে আর আলাদা করে মডেল পরিবর্তনের প্রয়োজন হবে না।
এবার ব্যবহারকারীরা চাইলে নিজেদের মতো করে উত্তরের ধরনও বেছে নিতে পারবেন। নতুন যুক্ত হওয়া ‘পার্সোনালিটি’ ফিচারে থাকছে চার ধরণের স্টাইল—বিদ্রূপাত্মক ও সরাসরি উত্তর দেওয়া Cynic, সংক্ষিপ্ত ও আবেগহীন Robot, উষ্ণ ও শান্ত ভঙ্গির Listener এবং জ্ঞানপিপাসু বিশ্লেষণধর্মী Nerd। ইচ্ছা করলে পুরনো ডিফল্ট স্টাইলও ব্যবহার করা যাবে।
নতুন সংস্করণে চ্যাটজিপিটির কোডিং ক্ষমতাও আরও উন্নত হয়েছে। এখন থেকে এটি আরও জটিল প্রম্পট থেকে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারবে। তৈরি প্রকল্প ক্যানভাসে সরাসরি দেখা ও ইন্টারঅ্যাক্ট করার সুবিধাও থাকবে।
ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজেশনের সুযোগও বাড়ানো হয়েছে। এবার চ্যাটজিপিটির অ্যাকসেন্ট কালার পরিবর্তন করে চ্যাট বাবল, ভয়েস বাটন এবং হাইলাইটেড টেক্সট নিজের পছন্দমতো সাজানো যাবে।
ওয়েব সংস্করণে এটি পরিবর্তন করা যাবে Profile > Settings > General থেকে, আর মোবাইল অ্যাপে Personalization > Color Scheme থেকে।
ভয়েস মোডেও এসেছে বড় পরিবর্তন। পেইড ব্যবহারকারীদের জন্য উন্নত Advanced Voice Mode যুক্ত করা হয়েছে, যা নির্দেশনা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং কথোপকথনের ধরন কাস্টমাইজ করার সুযোগ দেবে।
পুরনো Standard Voice Mode বন্ধ হলেও পেইড ব্যবহারকারীরা প্রায় সীমাহীন ভয়েস সুবিধা পাবেন। ফ্রি ব্যবহারকারীদের জন্যও অতিরিক্ত ব্যবহারের সময় যোগ হবে। এবার থেকে ভয়েস মোড Custom GPTs-এর সাথেও কাজ করবে।
সবশেষে, জিমেইল ও গুগল ক্যালেন্ডারের সাথে চ্যাটজিপিটির সরাসরি সংযোগের সুবিধা চালু হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শিডিউল তৈরি, মিসড ইমেইল নোটিফিকেশন দেখা এবং দিনের পরিকল্পনা সাজাতে পারবেন। আগামী সপ্তাহে প্রো ব্যবহারকারীরা প্রথমে এ সুবিধা পাবেন, পরে ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের জন্য চালু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।