নতুন ডিজাইনে ভারতে লঞ্চ হল Infinix NOTE40 Series Racing Edition

infinix

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইনফিনিক্স নোট ৪০ প্রো রেসিং এডিশন এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস রেসিং এডিশন- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। এখানে রয়েছে ফর্মুলা ওয়ান (F1) অনুপ্রাণিত ডিজাইন।

infinix

ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০ সিরিজ রেসিং এডিশন (Infinix Note 40 Series Racing Edition)। এই স্মার্টফোন সিরিজে এবছর এপ্রিল মাসে দেশে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স নোট ৪০ প্রো এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস মডেল। আর নতুন রেসিং এডিশনের মডেল লঞ্চ হয়েছে এবার। সেখানে রয়েছে ফর্মুলা ওয়ান (F1) অনুপ্রাণিত ডিজাইন।

আর এই ডিজাইন করা হয়েছে বিএমডব্লু (BMW) – এর ডিজাইনওয়ার্কের সঙ্গে একত্রিত হয়ে। অরিজিনাল মডেলের মতোই ফিচার রয়েছে ইনফিনিক্স নোট ৪০ সিরিজের রেসিং এডিশনের মডেলেও। যেমন- মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ চিপসেট, ১২ জিবি র‍্যাম, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ১০০ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

ইনফিনিক্স নোট ৪০ প্রো রেসিং এডিশন ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস রেসিং এডিশনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৮,৯৯৯ টাকা। আগামী ২৬ অগস্ট থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে এবং অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।

ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি – এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক

ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুটো ফোনেই। এছাড়াও এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14 – এর সাহায্যে।

ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট ৪০ প্লাস ৫জি – এই দুই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির একটি ডিসপ্লে। এটি একটি কার্ভড থ্রিডি AMOLED ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন।

ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুই ফোনে রয়েছে ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। এই সিরিজের ফোনে রয়েছে মেমোরি ফিউশন টেকনোলজি। এর সাহায্যে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের ১২ জিবি র‍্যামের পরিমাণ ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে ওই মেমোরি ফিউশন টেকনোলজির সাহায্যে।

ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরও রয়েছে। ফোন দু’টির ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

মৃগী রোগ নিয়ে কিছু কথা

ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। দুই ফোনেই রয়েছে ২০ ওয়াটের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট।