নতুন লুকে এলো হিরোর এক্সট্রিম ১৬০

xtream 160

জুম-বাংলা ডেস্ক : হিরোর জনপ্রিয় মোটরসাইকেল এক্সট্রিম ১৬০ আর। এই মডেল নতুন রূপে বাজারে হাজির হলো। নতুন ডিজাইনের সঙ্গে নতুন ফিচারও যোগ হয়েছে এতে। যারা স্পোর্টি ডিজাইনের বাইক কিনতে চাইছেন, তাদের জন্য এই বাইক উপযুক্ত হতে পারে। রাস্তায় চলার সময় বাকিদের দৃষ্টি আকর্ষণ করবে মডেলটি।

xtream 160

এই বাইকের ইঞ্জিন পারফরম্যান্স বেশ ভালো। হিরো এক্সট্রিম ১৬০ আর মডেলে আপনারা ১৬৩ সিসির শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন সর্বাধিক ১৫ বিএইচপি শক্তি ও ১৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত রয়েছে।

টাটার সবচেয়ে কম দামি গাড়ি কেন বিক্রি হলো না

এই বাইকে আপনারা মর্ডান ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এই ফিচারে প্রয়োজনীয় সকল তথ্য আপনারা জানতে পারবেন। এর পাশাপাশি সুরক্ষার জন্য রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। কোম্পানি আপনাদের সুবিধার জন্য টিউবলেস টায়ার দিয়েছে। আর রাতে বাইক রাইড করতে যাতে সমস্যা না হয়, তার জন্য এলইডি হেড লাইট ও এলইডি টেইল লাইটের সুবিধা আপনারা পেয়ে যাবেন।