গ্রাহক চাহিদাকে বরাবরই মূল্যায়ন করে ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস। ইয়ামাহার জনপ্রিয় মোটরসাইকেল মডেলগুলোর মধ্যে ফেজার ভি ২ অন্যতম। অ্যাডভেঞ্চার প্রিয় রাইডারদের কাছে ইয়ামাহা বাইকের এই মডেলটি বিশেষ কদর রয়েছে।
আকর্ষণীয় লুকস্ আর ব্যালেন্স এর জন্য মডেলটির জনপ্রিয়তা অন্য যেকোনো বাইক থেকে আলাদা। আগে বাইকটির ২টি কালার বাজারে থাকলে ও গ্রাহকদের মধ্যে নতুন একটি কালার এর চাহিদা ছিল অনেকদিনের।
গত ২৮ জুন ২০২৫ এ রাজধানীর এসিআই সেন্টারে গ্রাহকদের নিয়ে এক অনুষ্ঠানে এসিআই কর্তৃপক্ষ বাইকটির একটি নতুন রঙ ডার্ক ম্যাট ব্লু বাজারে আনার ঘোষণা দেন। বাইকটিতে নতুন সংযোজন এল ই ডি হেডলাইট, যা ফেজার ভি ২ এর সবগুলো রঙ-এ পাওয়া যাবে।
অনুষ্ঠানে এসিআই কর্তৃপক্ষ বাইকটির নতুন দামও প্রকাশ করেন, ২,৮০,০০০ টাকা (দুই লাখ আশি হাজার টাকা )। বিশেষ ক্যাশব্যাক অফারে বাইকটির বর্তমান বাজারমূল্য ২,৬৮,০০০ টাকা (দুই লাখ আটষট্টি হাজার টাকা)। যা আগের মূল্য থেকে ৬২,০০০ টাকা (বাষট্টি হাজার টাকা) কম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।