বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের হ্যান্ডসেট নির্মাতা অপো ফাইন্ড এক্স৮ সিরিজের স্মার্টফোন আনল। এই ফোনের বিশেষত্ব হচ্ছে এতে আইফোন ১৬ প্রো মডেলের ক্যামেরা কন্ট্রোলের মতো কুইক বাটন রয়েছে। এই কুইক বাটন প্রেস করার পর টাচ-সেন্সিটিভ বাটনে স্লাইড করে জুম করতে পারবেন ইউজার। এছাড়াও আছে হ্যাসেলব্লাডের ক্যামেরা।
নতুন এই ফ্ল্যাগশিপ লাইনআপে একাধিক এআই এবং প্রিমিয়াম ফিচার রয়েছে। পাশাপাশি নতুন ফোনটিতে রয়েছে পেরিস্কোপ লেন্স এবং অত্যাধুনিক জুমিং ক্ষমতা।
অপো এই লাইনআপে মিডিয়াটেক চিপসেট এবং অ্যানড্রয়েড ১৫ ভার্সনের অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে।
ফোনটিতে আইফোন ১৬ প্রোর ক্যামেরা কন্ট্রোলের মতো কুইক বাটন দেওয়া হয়েছে। এই কুইক বাটন প্রেস করার পর টাচ-সেন্সিটিভ বাটনে স্লাইড করে জুম করতে পারবেন ইউজার। বাটনটি ডাবল প্রেস করলে ক্যামেরা তৎক্ষণাৎ চালু হবে অথবা লং প্রেস করে শ্যুট করা যাবে, প্রতি সেকেন্ডে ৭টি ফ্রেম ক্যাপচার হবে।
অপো ফাইন্ড এক্স ৮ মডেল দুইটি ভার্সনে কেনা যাবে। এতে পাবেন ১৬ ও ১২ জিবি র্যাম। স্টোরেজ যথাক্রমে ৫১২ জিবি ও ২৫৬ জিবি।
এজেড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।