বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম স্টাইলিশ ও জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ড। একের পর এক বাইক এনে গ্রাহকদের মন জয় করছে। এই বাইকের জনপ্রিয়তা শুধু এখন নয় এর সূচনালগ্ন থেকেই তরুণ থেকে বৃদ্ধ সবার পছন্দের তালিকায় শীর্ষে ছিল। এবার রয়্যাল এনফিল্ড আনতে চলেছে তাদের জনপ্রিয় মডেলের বাইক তবে নতুন রূপে।
সংস্থার জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০। এই বাইককে এক নতুন রূপে নিয়ে এসেছে বাজারে। একটি নতুন পিক ব্রোঞ্জ রঙে দেখা যাচ্ছে এই বাইক যা কেবলমাত্র পাওয়া যাবে মিড-স্পেক ড্যাশ ভ্যারিয়ান্টে। নতুন লুকে রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ খুবই শক্তিশালী এবং প্রিমিয়াম একটা লুক দিচ্ছে।
রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ বাইকের ইঞ্জিন বা মেকানিক্যাল স্পেসিফিকেশনে কোনও বদল করা হয়নি। গেরিলা ৪৫০-এ শেরপা ৪৫০ ইঞ্জিন রয়েছে যা কিনা হিমালয়ান ৪৫০ বাইকেও লাগানো রয়েছে। এমনকী এই ইঞ্জিনের পারফরম্যান্স আরও ভাল হয়েছে এখন।
৪৫২ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন এটি। এই ইঞ্জিনে ৮ হাজার আরপিএমে ৩৯.৫২ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএমে ৪০ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকটিতে স্লিপ ও ক্লাচ অ্যাসিস্ট সহ একটি ৬ স্পিডের গিয়ারবক্স লাগানো রয়েছে।
এই বাইকের লুকে নতুন ছোঁয়া দিতে পিক্স ব্রোঞ্জ রঙের ভ্যারিয়ান্ট আনা হয়েছে বাজারে। আর তার সঙ্গেই আপনি পেয়ে যাবেন ড্যাশ ভ্যারিয়ান্টে স্মোক সিলভার রং যা আগে কেবলমাত্র বেস স্পেক অ্যানালগ ভ্যারিয়ান্টেই পাওয়া যেত। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহকদের চাহিদার ভিত্তিতেই এই রংটি ড্যাশ ভ্যারিয়ান্টে যুক্ত করা হয়েছে।
বাইকটির পুরোনো ভার্সন এখন বাজারে মোট ৩টি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে যার দাম ও ফিচার্স আলাদা আলাদা। এর অ্যানালগ ভ্যারিয়ান্টের দাম মৌলিক ফিচার্স এবং সিলভার স্মোক রং আপনি পেয়ে যাবেন, রয়্যাল এনফিল্ড গেরিলার এই বাইকের মডেলের দাম ভারতীয় বাজারে ২ লাখ ৩৯ হাজার রুপি। ড্যাশ ভ্যারিয়ান্টের দাম হতে চলেছে ২ লাখ ৪৯ হাজার রুপি এবং এতে ডিজিটাল ডিসপ্লে, পিক্স ব্রোঞ্জ ও স্মোক সিলভার কালার অপশন পাবেন গ্রাহকরা।
সূত্র: এবিপি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।