Advertisement
নভেম্বরে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (২ নভেম্বর) মাসব্যাপী আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিও হতে পারে। তবে নদনদীতে স্বাভাবিক পানি প্রবাহ থাকবে, মানে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এছাড়া তাপমাত্রাও ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে কোনো শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। অবশ্য নদনদী অববাহিকায় সন্ধ্যা ও সকালে মাঝারি কুয়াশার দেখা মিলবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



