নতুন মাইলফলক গড়লেন অভিনেত্রী নোভা

বিনোদন ডেস্ক : মডেলিং দিয়ে মিডিয়া ক্যারিয়ার শুরু করলেও পরে অভিনয়েও অভিষেক ঘটে নোভার। অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনায় বিস্তৃত করেন কর্মপরিধি।

বাংলাভিশনের ‘সৌন্দর্য কথা’ নামের একটি রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন অনেকদিন ধরেই।

সম্প্রতি এ অনুষ্ঠানে নোভার উপস্থাপিত পর্ব সংখ্যা ছয়শ অতিক্রম করেছে; যা নোভার অনুষ্ঠান উপস্থাপনায় একটি নতুন মাইলফলক হয়েছে। বিষয়টি নিয়ে তাই নোভাও উচ্ছ্বসিত।

এ প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠানটিতে যখন উপস্থাপনার কাজটি শুরু করি তখন এত কিছু ভাবিনি কিংবা বুঝতেও পারিনি যে এতদূর আসতে পারব অনুষ্ঠানটি নিয়ে। অবশ্যই আনন্দের বিষয় এটি। চ্যানেল কর্তৃপক্ষ যতদিন চাইবে ততদিনই এ অনুষ্ঠানটি উপস্থাপনা করে যাওয়ার ইচ্ছা আছে আমার।

এদিকে অভিনয়েও আগের চেয়ে ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে তার। গত বছরের শেষপ্রান্তে চলচ্চিত্রে অভিষেক হয় তার। রনি ভৌমিকের পরিচালনায় ‘মৃধা বনাম মৃধা’ নামের সিনেমাটিতেও তার অভিনয় প্রশংসিত হয়। আবারো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। এদিকে টিভি বিজ্ঞাপনে এখন নিয়মিত অভিনয় করেন নোভা। অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেন।

ভয়াবহ আর্থিক সঙ্কটের কথা স্বীকার করলেন জনপ্রিয় এই অভিনেতা