নোবেলের বিয়ে নিয়ে মুখ খুললেন তার সাবেক স্ত্রী

নোবেলের বিয়ে

বিনোদন ডেস্ক : সকালেই খবর বের হয়েছে আবার বিয়ে করেছেন আলোচিত ও বিতর্কিত গায়ক মাঈনুল আহসান নোবেল। বিয়ের হিসাবে এটির নম্বর চতুর্থ। তবে নোবেলের নতুন স্ত্রীকে নিয়ে বেশ কিছু তথ্য দিলেন তার সাবেক স্ত্রী সালসাবিল।

নোবেলের বিয়ে

তিনি জানান, নোবেলের নতুন স্ত্রী ফারজানা আরশি একজন ফুড ব্লগারের স্ত্রী।

অন্য একজনের বউকে তুলে নিয়ে এসে নিজের বউ দাবি করেছেন নোবেল। সালসাবিল বলেন, ‘খুলনার একজন ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে সাত বছরের প্রেম ছিল তার স্ত্রা আরশির। প্রেম শেষে ২০২১ সালের শুরুতে বিয়ে করে তারা। দুই বছরের সংসার তাদের।

সেসব বাদ দিয়ে নোবেলের কাছে চলে এসেছে মেয়েটি।’ তিনি জানান, তার সঙ্গে নাদিম আহমেদের কথাও হয়েছে। তিনি স্ত্রীকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছেন বলেও জানান সালসাবিল। সালসাবিল বলেন, ‘আরশি ডিভোর্স দিয়েছে কি না এ রকম কোনো তথ্য নেই।

নোবেল মেয়েটিকে জোর করেও তুলে নিয়ে আসতে পারে। তবে এই সম্পর্ক কত দিন থাকে সেটাই দেখার বিষয়।’ জানা যায়, এটি নোবেলের চতুর্থ বিয়ে। তিনি প্রথম বিয়েটা করেন রিমি নামের এক মেয়েকে। সেই সংসার বেশি দিন টেকেনি।

রিমিই নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্মীয়র মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন নোবেল। বেশি দিন টেকেনি সেই সংসারও। তারপর বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। এ বছরের শুরুতে সালসাবিলও ডিভোর্স দেন নোবেলকে।

ঠাকুরগাঁওয়ে সহস্রাধিক বাগানে কমলা ও মাল্টা চাষ

ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়ালিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। এর পর থেকেই নানা কর্মকাণ্ড করে বিতর্কে জড়িয়েছেন তিনি। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে হয়েছেন আলোচিত।