জুমবাংলা ডেস্ক : যাত্রীর অভাবে পুরোপুরি বন্ধ হলো নভোএয়ারের ভারতগামী ফ্লাইট। আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এয়ারলাইন্সটির ঢাকা টু কলকাতা ফ্লাইট।
গত ৫ আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে নয়া দিল্লির কঠোর অবস্থানের মুখে একের পর কমতে থাকে ভারতগামী ফ্লাইট।
বিমান বাংলাদেশ, ইউএস বাংলার ফ্লাইট সংখ্যা কমেছে অর্ধেকের বেশি।
এবার এমন বাস্তবতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নভোএয়ারের ঢাকা টু কলকাতা ফ্লাইট। এর আগে নভোএয়ার সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করত, যা দিয়ে মাসে প্রায় ২ হাজার ১০০ যাত্রী যাতায়াত করতেন। কিন্তু সম্প্রতি ভিসা সমস্যার কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ফ্লাইট সংখ্যা ৩টি করা হয়েছিল, এরপরেও অর্ধেক যাত্রী পূরণ হচ্ছিল না।
এদিকে নভোএয়ারের হেড অব মার্কেটিং মেসবাহ-উল ইসলাম জানিয়েছেন, “যাত্রী সংখ্যা এতটাই কমেছে যে, ফ্লাইট চালানো আর অর্থবহ হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনা করা হবে।”
অন্যদিকে, এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদ-উল আলম বলেন, “এয়ারলাইন্সগুলোর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রুট ছিল। ভারতে ভিসা আবার চালু হয়ে এ পরিস্থিতি কেটে গেলে উভয়ের জন্যই মঙ্গল। কারণ বন্ধ হয়ে যাওয়ায় শুধু আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি না, ভারতের ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে।”
প্রসঙ্গত ইউএস-বাংলার ঢাকা-কলকাতা রুটে ১৪টি ফ্লাইটের জায়গায় চলছে মাত্র ৬টি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টির জায়গায় চলছে ৭টি ফ্লাইট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।