এবার সাকিবের নামে পাপনের কাছে হাথুরুর নালিশ

সাকিব আল হাসান ও টিম ম্যানেজমেন্ট

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দল ঘোষণার আগে থেকে শুরু হওয়া বিতর্কের রেশ বিশ্বকাপে এসেও কাটাতে পারছেন না হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, সাকিব আল হাসান ও টিম ম্যানেজমেন্ট। দলের সাম্প্রতিক সময়কার পারফরম্যান্স, অস্থিতিশীল ব্যাটিং অর্ডার সবকিছু নিয়ে সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাদের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ থেকেই।

সাকিব আল হাসান ও টিম ম্যানেজমেন্ট

ব্যাটিং লাইনআপের ঘনঘন পরিবর্তন প্রভাব ফেলছে ক্রিকেটারদের পারফরম্যান্সে। আর সে কারণে অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজমেন্টকে দায় দিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা।

তবে এই অভিযোগের ভিত্তিতে সকল দায়ভার অধিনায়কের কোর্টে ঠেলে দিলেন হেড কোচ হাথুরুসিংহে। সাকিবের সকল কার্যকলাপ অভিযোগের আকারে বোর্ড সভাপতির কাছে উপস্থাপনও করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ডের সেই সূত্র জানায়, ‘কোচ বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছে। বোর্ড সভাপতি জানতে চেয়েছিলেন কেন এমন হচ্ছে। ও (হাথুরু) তখন পুরো বিষয়টি সাকিবের ওপর চাপিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘ওর (হাথুর) দাবি সাকিবের সিদ্ধান্তেই সব কিছু হচ্ছে। একক আধিপত্য ধরে রেখে সব সিদ্ধান্ত সাকিবই নাকি নিচ্ছে। দল গঠন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার শাফল করিয়ে খেলানো, সবই হচ্ছে সাকিবের ইচ্ছাতে।’

হাথুরুর নালিশের প্রেক্ষিতে বোর্ডের সেই কর্তা পাল্টা প্রশ্ন তোলেন হেড কোচের ভূমিকা নিয়ে।

গাভির গোলে নরওয়ের হার, ইউরোর মূল পর্বে স্পেন

সূত্র বলেন, ‘একটা বিষয় বোধগম্য হচ্ছে না যে, সাকিবই যদি সব সিদ্ধান্ত নেয় তাহলে হেড কোচের দলে ভূমিকা কি? ওকে কেন রাখা হয়েছে সেটিই এখন বড় প্রশ্ন। ক্রিকেটাররা চলবে কোচের কথামতো। সেখানে কোচই যদি ক্রিকেটারদের ওপর নির্ভরশীল হয় তাহলে তো বিপদ।’