এবার অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই: এনা

এনা

বিনোদন ডেস্ক: তার প্রযোজিত শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এনা সাহা প্রযোজিত শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘চিনে বাদাম’ ছবি ঘিরে তৈরি হয়েছিল বিতর্কও। সেই ছবিতে নায়কের চরিত্রে দর্শক দেখেছিলেন যশ দাশগুপ্তকে এবং নায়িকা ছিলেন প্রযোজক এনা।

এনা

প্রায় এক বছর হয়ে গেল এনা প্রযোজিত আর কোনও ছবি নিয়ে না হয়েছে আলোচনা, না তাকে দেখা গিয়েছে বড় পর্দায়। অভিনেত্রী এনাকেও অনেক দিন হল পর্দায় দেখেননি দর্শক। স্টুডিও পাড়ায় নতুন খবর আবারও নাকি নতুন ভাবে আসতে চলেছেন প্রযোজক এনা।

শোনা যাচ্ছে ‘জারেক এন্টারটেনমেন্ট’-এর তরফে আসতে চলেছে নতুন ছবি। পরিচালক নাকি অংশুমান প্রত্যুষ। কবে শুরু হবে নতুন কাজ? এনা জানান, শুধু অংশুমান নয়, আরও তিন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে নতুন কাজের ব্যাপারে। তবে এবারে তিনি সাবধানে পা ফেলতে চান।

এনা বলেন, “আমার আগের ছবি ‘চিনে বাদাম’ কারও পছন্দ হয়নি। আগের ছবিতে যা যা ভুল হয়েছিল, সেগুলো আর করতে চাই না। তাই এবার অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই। অংশুমানদা (প্রত্যুষ), পাভেল, জিৎ এবং আরও এক পরিচালকের সঙ্গে কথা বলেছি। আমি চাই এবার যেন ভাল কাজ হয়। তাই বিচক্ষণতার সঙ্গে সব সিদ্ধান্ত নিতে চাই।”

এত বড় এলাকায় ভারতের ৪টি শহর ও বৃহত্তম বিমানবন্দর থাকতে পারে

তার প্রযোজিত ছবি ‘চিনে বাদাম’ থেকে শেষ মুহূর্তে সরে আসেন নায়ক যশ। এনা অবশ্য সব সমস্যা ভুলে আবারও তাদের নিয়ে কাজ করতে চান। এমনিতে তার প্রযোজিত ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যশ এবং নুসরাত জাহান। সেই ছবিটিও মুক্তির অপেক্ষায়।