বিনোদন ডেস্ক : শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল বাংলাদেশে। ২১ ডিসেম্বর সারা বিশ্বে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘ডানকি’। রাজকুমার হিরানির ছবিটি নিয়ে সারা বিশ্বের দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে ‘ডানকি’ মুক্তি দেওয়ার চেষ্টা করছে ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’ ও ‘কিবরিয়া ফিল্মস’।
এরই মধ্যে ‘ডানকি’ আমদানির বিষয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করেছে ‘অ্যাকশন কাট’। আজ ‘অ্যাকশন কাট’-এর কর্ণধার অনন্য মামুনের মুম্বাই যাওয়ার কথা, জানিয়েছেন ‘কিবরিয়া ফিল্মস’-এর কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
তিনি বলেন, “আমি আর মামুন যৌথভাবে ছবিটি আমদানি করব। এ সপ্তাহে আমাদের পরিবেশনায় ভারতীয় ছবি ‘মানুষ’ মুক্তি পাচ্ছে।
এখন সেটা নিয়ে ব্যস্ত। আগেও আমরা যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছি। সব ঠিক থাকলে হয়তো আগামী রবিবারই ‘ডানকি’ সেন্সরে জমা দিতে পারব। আমরা সারা বিশ্বের সঙ্গে একই দিনে ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।