আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য গত কয়েক মাস থেকে উত্তাল। এবার নতুন করে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল ব্যক্তি দুই নারীকে নগ্ন করে প্রকাশ্যে ঘোরাচ্ছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ভিডিও ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দেশটির সরকার সম্ভবত টুইটারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এমন ভিডিও টুইটারে ভাইরাল হওয়ায় টুইটার তা বন্ধে পদক্ষেপ নেয়নি। যাতে ভারতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হতে পারে। এ নিয়ে টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ভারত সরকার।
ইতিমধ্যে এ ভিডিও বন্ধে দেশটির আইটি মন্ত্রণালয় কাজ করছে বলে সূত্রের বরাতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক দল ব্যক্তি দুই নারীকে নগ্ন করে প্যারেড করায়। এরপর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৪ মে রাজ্যে এ ঘটনা ঘটেছে।
মণিপুরের সংখ্যাগুরু সম্প্রদায় মেইতেই জনগোষ্ঠী ও পাহাড়ি অঞ্চলে বাস করা কুকির মধ্যে সংঘাত বাধলে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে এখন পর্যন্ত ১২০ জনের নিহতের খবর পাওয়া গেছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ।
গতকাল এ ভিডিও ভাইরাল হলে ব্যাপক নিন্দা ও এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইতিমধ্যে এ নিয়ে একটি মামলা দায়ের করেছে।
পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, আমরা অভিযুক্তদের চিহ্নিত করেছি এবং তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী ঘটনার ১৫ দিন পর পুলিশের কাছে আসে।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ এ ঘটনা গুরুত্ব সহকারে পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।