বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সারাবিশ্বে পারমাণবিক শক্তি উৎপাদন আগামী ২০২৫ সালের মধ্যে রেকর্ড ভাঙবে । কেননা অধিকাংশ দেশগুলো কম কার্বন নিঃসরণের দিকে মনোযোগ দিচ্ছে। এমনকি আগামী বছর নবায়নযোগ্য শক্তি যেমন সোলার এবং বাতাস কয়লাকেও ছাড়িয়ে যাবে।
বুধবার আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। চীন, ভারত, কোরিয়া এবং জাপান এ লক্ষ্যে নতুন চুল্লির ব্যবস্থা করবে। চলতি বছরই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন ৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে এ পরিমাণ আরও ১.৫ শতাংশ বৃদ্ধি পাবে। আইইএ নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন,‘ পুনর্নবীকরণযোগ্য শক্তির দ্রুত এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। এটি সব সময় সস্তা সৌরশক্তির দিকে নেতৃত্ব দিচ্ছে।’ সূত্র : দ্য গার্ডিয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।