স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর টেস্টের এক ইনিংসে ৫ উইকেট পেলেন সাকিব আল হাসান। নির্দিষ্ট করে বললে চার বছর পর। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ পেয়েছিলেন। চলতি টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সাকিব ৪০.১ ওভার বল করে ১১ মেডেনসহ ৯৬ রানে নিয়েছেন ৫ উইকেট।
কিন্তু অনুশীলন ছাড়া কিভাবে মাঠে নেমেই এমন পারফরম্যান্স? আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের কাছে এর রহস্য জানতে চাওয়া হয়।
জবাবে সাকিব বলেন, ‘চার বছরে ম্যাচ খেলেছি কয়টা? বোলার হিসেবেও তো খেলি না। পাঁচ নম্বর বোলার বলে আমাকে। এখন তো বোলিংয়ে দায়িত্ব কম। ‘ এর পরেই সাকিব ফিরে যান ম্যাচ পরিস্থিতিতে, ‘এখন দলের যা পরিস্থিতি, আশা করি যে দুজন আছে ওরা যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে। আমি তারপরে তিন ঘণ্টা ব্যাট করতে পারলে দলের জন্য ওটা বেশি গুরুত্বপূর্ণ আসলে। লাঞ্চের আগে একটার বেশি উইকেট পড়লে আমরা খুব বাজে অবস্থায় থাকব। ‘
সাকিব আরো বলেন, ‘লাঞ্চ টাইম গুরুত্বপূর্ণ। যখন দুইটা ব্যাটসম্যান এই উইকেটে সেট হয়ে যাবে তখন তাদের আউট করা কঠিন। আপনি যদি দেখেন তাদের দুটা ফ্রন্ট লাইন বোলার হচ্ছে পেসার। পেস বোলাররা ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় ওভারের স্পেল করতে পারে। লাঞ্চের ভেতর হয়তো দুজন সর্বোচ্চ ২০ ওভার বল করতে পারবে। ওই থ্রেট সামলাতে পারলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। বল পুরান হয়ে যাবে, বোলাররা ক্লান্ত হবে, আর ব্যাটসম্যান সেট।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।