স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে সোনালী সময় পার করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার ব্যাটে যেন রানের ফোঁয়ারা বইছে। অনবদ্য পারফরমেন্সে বিশ্বসেরা ওয়ানডে ব্যাটসম্যানের তকমা গায়ে জড়িয়েছেন বাবর। আর ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি এই তালিকায় ১০ নম্বরে রয়েছেন।
আইসিসি সেরা ওয়ানডে ব্যাটসম্যাদের (পুরুষ) র্যাংকিং প্রকাশ করেছে ৫ সেপ্টেম্বর। এতে সবার ওপরে অবস্থান পাকিস্তানের ব্যাটার বাবরের। তার র্যাটিং পয়েন্ট ৮৮২। তার চেয়ে ১০৫ র্যাংটিং পয়েন্ট পিছিয়ে থেকে র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাউথ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন।
সেরা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় অবস্থান ভারতের শুভমান গিলের। তার পয়েন্ট ৭৫০। বাবরের আরেক সতীর্থ ইমাম-উল-হক এই তালিকায় ৪ নম্বরে রয়েছেন ৭৩২ পয়েন্ট নিয়ে। আয়ারল্যান্ডের হ্যারি ট্যাক্টর ৭২৬ পয়েন্ট নিয়ে আছেন তালিকায় ৫ম অবস্থানে।
র্যাংকিংয়ে ছয় নম্বরে ডেভিড ওয়ার্নার, সাত নম্বরে রয়েছেন পাকিস্তানের আরেক ওপেনার ফখর জামান।
ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি ৬৯৫ র্যাটিং পয়েন্ট নিয়ে তালিকায় ১০ নম্বরে অবস্থান করছেন। আর তারই সতীর্থ রোহিত শর্মা ৬৯০ র্যাটিং পয়েন্ট নিয়ে আছেন ১১ নম্বরে।
এদিকে সেরা অলরাউন্ডারদের তালিকায় প্রথমে অবস্থান করছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।