মেয়েরা কী চায়, জানালেন ফারিয়া

ফারিয়া

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায়ই কথা বলেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। দুজনের সম্মতিতে ইতি ঘটেছে তাদের ১৮ বছর সংসার জীবনের। ঘটনাটি নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

ফারিয়া

ফারিয়া জানালেন, নারীরা আসলে কী চায়। আজ সোমবার এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না…।’

ফারিয়ার এ কথার সমর্থন দিয়েছে অনেকেই। আবার কেউ অবস্থান নিয়েছে তার বিপরীতে। যার প্রমাণ মেলে মন্তব্যের ঘরেই।

বলা দরকার, নুসরাত ফারিয়ার ব্যক্তিজীবনেও বিচ্ছেদের আঁচ রয়েছে। ২০২০ সালে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। পরিকল্পনা ছিল ধুমধাম আয়োজনে বিয়েটাও সারবেন তিনি। কিন্তু সেটা আর হয়নি। রনির সঙ্গে গেল বছর তার ছাড়াছাড়ি হয়ে গেছে- এমন খবর নিজেই জানান এই চিত্রনায়িকা।

বাজার কাঁপাতে পানির দামে পাচ্ছেন সৌরশক্তি চালিত টাটা ন্যানো

ফারিয়ার কথায়, ‘পরিবার থেকে বিয়ের চাপ আছে। তবে কাজের কারণে তা হচ্ছে না। আর বিয়ের পরে কাজে সময় দিতে পারবো না। তাই কাজ ফেলে এখনই বিয়ে করতে চাই না।’