বিনোদন ডেস্ক : বাহারি ডিজাইন, বাহারি রঙের অসংখ্য জুতা সারিবদ্ধভাবে সাজানো। আনুমানিক ১৫টি সারিতে সাজানো হয়েছে এসব জুতা। কোনো সারিতে স্যান্ডেল, কোনোটিতে হিল, কোনোটিতে কেডস-বুট। এসব জুতার মাঝে বসে আছেন অভিনেত্রী নুসরাত ভারুচা।
বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। যা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। একজন মানুষের কালেকশনে এত জুতা নেটিজেনদের অনেকে চর্চায় মেতেছেন। এ ভিডিও ক্যাপশনে লেখেন, ‘নুসরাত ও জুতার কারখানা।’
একজন মন্তব্যের ঘরে লেখেন, ‘সব জুতা আমাদের দিয়ে দাও।’ আরেকজন মজা করে লেখেন, ‘সে জুতার দোকান শুরু করতে যাচ্ছে।’ হিল দেখে কেউ কেউ লেখেন, ‘তোমার উচ্চতায় সমস্যা।’ একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ‘কত বছর ধরে সংগ্রহ করছেন?’ নেটিজেনরা নানা প্রশ্ন করলেও এসবের কোনো উত্তর দেননি নুসরাত।
নুসরাত অভিনীত চারটি সিনেমা গত বছর মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে— ‘সেলফি’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’, ‘ছত্রপতি’, ‘আকেলি’। তার পরবর্তী সিনেমা ‘ছোরি টু’। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন নুসরাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।