বিনোদন ডেস্ক : বর্তমানে টলিপাড়ায় প্রশ্ন উঠেছে নুসরাত তুমি কার, নিখিলের নাকি যশের? যদিও সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। একদিকে নুসরাত-নিখিলের সম্পর্কে ভাঙন যে স্পষ্ট তার প্রমাণ দিচ্ছে সোশ্যাল মিডিয়া।
অন্যদিকে আবার যশ নুসরাতের প্রেমের গুঞ্জনের রসদ দিচ্ছে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল। নুসরাতের সঙ্গে নিখিলের সম্পর্ক ফের ঠিক হবে নাকি যশের সঙ্গে নুসরাতের নতুন সম্পর্ক তৈরি করবে তা যদিও এই তারকারাই বলতে পারবে। তবে সম্পর্কে ভাঙ্গন তৈরীর গুঞ্জনের মাঝেই এবার হট লুকে সোশল মিডিয়ায় হাজির নুসরাত।
২০১৯ সালের ১৯ শে জুন সুদূর তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন ওয়েডিং সারেন নুসরাত জাহান ও নিখিল জৈন। কিন্তু ২০২১ শুরুর আগেই আচমকাই ছন্দপতন রূপকথার প্রেমকাহিনিতে।
নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন হট টপিক। কারণ নুসরাত-নিখিলের মাঝে ঢুকে পড়েছে অভিনেতা যশ দাশগুপ্ত। মাঝেমধ্যে যশের সঙ্গে নুসরাতের মাখোমাখো ছবি লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ায়।
অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাত জাহানের প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে টলিউডে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। বহুদিন ধরেই নুসরাতের ইনস্টাগ্রাম নিখিল হীন।
এমনকি নিখিলের ইনস্টাগ্রামেও নুসরাতের সঙ্গে নতুন কোনও পোস্ট নেই। কিন্তু প্রায় প্রতিদিনই যশের সঙ্গে নিত্য নতুন ছবি পোস্ট করছেন নুসরাত। নুসরাতের জীবনে ঝড় উঠলেও তিনি একজন অভিনেত্রী বলে কথা। আর তাই অনুরাগীদের মনোরঞ্জন করা তার অন্যতম দায়িত্ব। আর এবার তার নিজের দায়িত্ব পালন করলেন অভিনেত্রী।
সম্পর্কের ভাঙা-গড়ার মাঝেই সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল নুসরাতের একটি হট ছবি। সম্পর্কে গুঞ্জনে তামাশার মাঝেই পুরনো কাসুন্দি ঘেঁটে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন নুসরাত। যেখানে অভিনেত্রীকে লক্ষ্য করা যাচ্ছে নিওন নীল রঙের অন্তর্বাসে। আর তার উপরে বেশ ছোট ক্রপড টপ, সঙ্গে জগার্স। নুসরাতের ভিডিও দেখে আপনার রাতের ঘুম উড়তে বাধ্য তা হলপ করে বলা যায়। পুরনো ফটোশুটের সেই ভিডিওটি পোস্ট করে নুসরাত লেখেন, ‘টিউজডে তামাশা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।