নুসরাতের সঙ্গে ‘বিগ বস’ এর ঘরে থাকবেন রাজ কুন্দ্রাও!

নুসরাত

বিনোদন ডেস্ক : বিগ বস সিজন ১৬ -র দামামা বেজে গিয়েছে। আবারও টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো। নুসরাত জাহান নাকি এই শোতে অংশ নিতে চলেছেন। এমনটাই শোনা যাচ্ছে। এবার জানা গেল, রাজ কুন্দ্রাও শোতে অংশ নেবেন।

নুসরাত

‘বিগ বস ১৬’-র প্রস্তুতি তুঙ্গে। এ বছর নাকি আরও বিতর্কিত হতে চলেছে এই রিয়্যালিটি শো। কিছুদিন আগেই শোনা গিয়েছিল বাংলার জনপ্রিয় নায়িকা নুসরত জাহান এই শোতে অংশ নিতে চলেছেন। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ছিল অভিনেত্রীর টিম। এই সময় ডিজিটাল-কে বলা হয়েছিল, “যদি তেমন কিছু হয়, তাহলে তা চ্যানেলের তরফ থেকে ঘোষণা করা হবে।” যদিও কালার্স এখনও অফিসিয়ালি বিষয়টি নিয়ে মন্তব্য করতে নারাজ। এবার শোনা যাচ্ছে, শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাও নাকি এই শোতে অংশ নিতে চলেছেন। রাজ ঘনিষ্ঠ এক ব্যক্তি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “শিল্পপতি মনে করছেন যে তাঁর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তার দু’টি দিক রয়েছে।”

তাঁর সংযোজন, “সকলেই নিজের মতো করে গোটা ঘটনাটি ব্যাখ্যা করেছেন। এবার রাজের দিকটাও সকলের জানা দরকার। সত্যিটা সকলের সামনে তুলে ধরার জন্যই তিনি এই শোতে যাওয়ার কথা ভাবছেন।” উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফি কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল। সেপ্টেম্বর মাসেই তাঁর জামিন মঞ্জুর হয়।

গত বছর যে সময় রাজ গ্রেফতার হয়েছিলেন, সেই সময়েই বিগ বস ১৫ শুরু হয়েছিল। যেখানে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন রাজের শ্যালিকা শমিতা শেট্টি। শোর টপ ফাইভে জায়গা করে নিয়েছিলেন তিনি। রাজের স্ত্রী শিল্পা শেট্টি কিন্তু ২০০৭ সালে Big Brother এ সেরার শিরোপা জিতে নিয়েছিলেন। ফলে তাঁদের পরিবার যে বিতর্কিত এই শো পছন্দ করে, তা বোঝাই যাচ্ছে।

বর্তমানে রাজ কুন্দ্রা একেবারে অন্তরালে চলে গিয়েছেন। খুব বেশি বাইরে আসছেন না তিনি। সোশ্যাল মিডিয়াতেও সেভাবে আর সক্রিয় নন রাজ। বছরখানেক পর টুইটারে উঁকি দিয়েছিলেন। রাজ কুন্দ্রা। শিল্পা শেট্টির ৪৭তম জন্মদিনে রাজ টুইট করেন, “শুভ জন্মদিন। আমার জীবনসঙ্গীকে আমি আজীবন ভালোবেসে যাব।”

ঢেঁড়শ যাদের খাওয়া সম্পূর্ণ নিষেধ, ভুলেও মুখে দিবেন না

তিনি আরও বলেন, “আমি চাই, তুমি জীবনের পথে এগিয়ে যাও। আরও এগিয়ে যাও। তুমি যে রকম, সেরকমই থেকো। তুমি দয়াশীল। আর তোমার এই অভ্যাসই এই দুনিয়াকে বদলে দিতে পারে।”