বিনোদন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খানের প্রেমে মজেছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি শোবিজ পাড়ায় এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দেশের এক জনপ্রিয় টিভি চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা।
বিদেশে স্টেজ শো নিয়েই এ মুহূর্তে ব্যস্ত সময় কাটছে জায়েদের। বিদেশের মাটিতে এসব স্টেজ শোতে অংশ নেন জায়েদের সঙ্গে দেশীয় অনেক তারকাও।
সর্বশেষ স্টেজ শো অস্ট্রেলিয়ায় জায়েদের সঙ্গে অংশ নিয়েছিলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। স্টেজ শো-র বিরতিতে একসঙ্গে বিদেশের বিভিন্ন লোকেশনে ঘুরতেও দেখা গেছে তাদের। এ জুটি নিয়ে নেটিজেনদের আরও জল্পনা বাড়তে শুরু করে যখন দুজনেই ফেসবুকে এ নিয়ে পোস্ট দিতে শুরু করেন।
বিষয়টির সত্যতা প্রসঙ্গে জায়েদ খানের কাছে সরাসরি কিছু জানতে চাইলে নায়ক বলেন, ‘আসলে আমি এখন ব্যাচেলর মানুষ তো। তাই যখন যে নায়িকার সঙ্গে ফেসবুকে পোস্ট দিই, দর্শক মনে করেন, আমি এবার প্রেমের সম্পর্কে জড়িয়েছি।’
জায়েদ আরও বলেন, ‘এর আগেও আমার সঙ্গে অনেক নায়িকার নাম জড়িয়েছে। নেটিজেনরা অনেকের সাথে আমার বিয়ে দিয়েছেন। অনেককে আমার বউ বানিয়েছেন। এ বিষয় নিয়ে আর কী বলব?’
ফারিয়া প্রসঙ্গে ছবি পোস্ট নিয়ে জায়েদ বলেন, অস্ট্রেলিয়ার ওই শোতে আমি আর শুধু নুসরাত ছিলাম না। আমার কাজিন গায়ক প্রতীক হাসানও ছিল। বিদেশের স্টেজ শোতে আমরা এখন কোথাই আছি সবাইকে জানানোর জন্যই ওই পোস্ট করা। ছাতার নিচে আমার আর নুসরাতের ছবিটি তুলেছিল আমার চাচাতো ভাই গায়ক প্রতীক হাসান।
জায়েদ আরও বলেন, সহকর্মী হিসেবে নুসরাত একা একটা মেয়ে হয়ে বিদেশের মাটিতে অচেনা কার সাথে ঘুরবে। এখানে নিরাপত্তার বিষয়টিও জড়িয়ে আছে। তাই সবাই মিলে বিদেশে টুরটাকে ইনজয় করেছি। এটুকুই। এখানে কোনো প্রেম-ভালোবাসা নেই, এটুকু বলতে পারি।
সূত্র ও ছবি : সময় টিভি অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।