বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। এরপর জানা গেছে, তিনি চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছিলেন।
রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটকের পর নুসরাত ফারিয়াকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এরপর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে নায়িকার হঠাৎ থাইল্যান্ড যাত্রা নিয়ে নানান প্রশ্ন উঠছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো না হলেও, নুসরাত ফারিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছিলেন এবং পূর্ব থেকেই তার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ছিল।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ২০২৩ সালে শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।