পাতলা সিল্ক শাড়িতে ভক্তদের নজর কাড়লেন নুসরাত

নুসরাত

বিনোদন ডেস্ক : নুসরাত জাহানকে শাড়ি পরে সত্যিই কী সুন্দর লাগে। তাঁকে দেখে চোখ ফেরানোর উপায় থাকে না কারও! কখনও বেনারসি শাড়ি ও মঙ্গলসূত্রতে সবার নজর কাড়েন। কখনও আবার ট্রান্সপারেন্ট শাড়িতে হয়ে ওঠেন পরম সুন্দরী। দেখুন নীল শাড়িতে নুসরাত জাহানকে কী সুন্দর দেখতে লাগছে, আপনি কি অভিনেত্রীর এই ছবি দেখেছেন?

নুসরাত

অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান কখনও তাঁর অনুরাগীদের হতাশ করেন না। কখনও বোল্ড বেব লুকে ধরা দেন তিনি, আবার সম্পূর্ণ সাবেকি সাজেও নুসরাত সুপার ডুপার হিট (Nusrat)। তাঁর প্রত্যেক লুকের প্রশংসা না করে কোনও উপায় নেই। আপনি কি মনে করেন? সম্প্রতি কালো ক্রপ টপ এবং জিন্সে তিনি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। মিমিও বলতে বাধ্য হয়েছিলেন,”যেন আগুন!”

তবে আজ তাঁর নতুন কোনও লুক নিয়ে নয়, বরং নুসরাত এর পুরনো এক ভাইরাল লুক ফিরে দেখব আমরা। কারণ অভিনেত্রী শাড়ি পরে যখন সামনে আসেন, তখন তাঁর দিক থেকে চোখ ফেরানোর উপায় থাকে না। আপনিও কি একমত?

নুসরাত এর এই লুকটি খুবই সুন্দর। নীলের বিশেষ শেডের একটি সুন্দর শাড়ি পরেছেন অভিনেত্রী। চন্দ্রমল্লিকা ও হালকা কমলা রঙের ব্লাউজে সম্পূর্ণ করেছেন তাঁর সাজ। সত্যিই তো কী সুন্দর দেখতে লাগছে তাঁকে। একটি ফাইন সিল্কের শাড়ি বেছে নিয়েছেন নুসরাত জাহান। ট্র্যাডিশনাল ড্রেপিংই করেছেন তিনি।

দিয়েছেন, তাঁর এই লুকে যোগ হয়েছে রয়্যাল টাচ। টিল (নীলের একটি বিশেষ শেড) রঙের শাড়ি পরেছেন নুসরাত জাহান। শাড়ির উপর সুন্দর ছোট ছোট বুটির কারুকার্য করা রয়েছে। আহা কী সুন্দর দেখাচ্ছে তাঁকে।

ঘর থেকে সহজে মশা তাড়াতে লাগাবেন যেসব গাছ

এই শাড়িতে বিশেষ কোনও কারুকার্য নেই। একই রঙা সম্পূর্ণ শাড়িতে আঁচলে কোনও বিশেষ বৈচিত্র্য নেই। কুঁচির কাছেও কোনও আলাদা প্যাটার্ন নজরে পড়ছে না। তবে নুসরাতকে খুবই সুন্দর দেখাচ্ছে এই শাড়িতেও। আঁচল মেলে বসেছেন তিনি। তাঁর শাড়ির পাড় চওড়া, হেমলাইনে ছোট পাতার কারুকাজ করা রয়েছে। ট্রান্সপারেন্ট এই শাড়ি নুসরাত এর স্কিন কমপ্লেকশনের সঙ্গে খুবই ভালো মানিয়েছে।